রোহিত শর্মা আইপিএলে কোন দলে? মুম্বই জমা দিল রিটেনশন লিস্ট, কেকেআরে আসছেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Rohit Sharma- সব জল্পনার অবসান ঘটে গেল এদিন। মুম্বই জমা দিল আইপিএল রিটেনশন লিস্ট। রোহিত শর্মাকে দলে রেখে দিল মুম্বই।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এর আগে সব থেকে চর্চিত নাম রোহিত শর্মা। অনেকেই দাবি করেছিলেন, হিটম্যান মুম্বই ইন্ডিয়ান্সে খুশি নন। তিনি এবার দলবদল করতে পারেন। সেটাই কি তা হলে হল সত্যিই?
advertisement
2/6
২০২৪ আইপিএলের আগে আচমকাই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তার বদলে হার্দিক পান্ডিয়াকে দলের ক্যাপ্টেন ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
3/6
পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খেলেও রোহিত শর্মা পারফর্ম করেছিলেন। তবে পান্ডিয়ার পারফরম্যান্স তলানিতে এসে দাঁড়ায়। এমনও শোনা যায়, রোহিত শর্মা নাকি পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে আর মুম্বইতে খেলবেন না!
advertisement
4/6
সব জল্পনার অবসান ঘটে গেল এদিন। মুম্বই জমা দিল আইপিএল রিটেনশন লিস্ট। রোহিত শর্মাকে দলে রেখে দিল মুম্বই।
advertisement
5/6
যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক বর্মাকে দলে রেখে দিল মুম্বই। বুমরাহকে রাখা হল ১৮ কোটি টাকা।
advertisement
6/6
রোহিত শর্মাকে ১৬.৩ কোটি টাকায় দলে রাখল মুম্বই। তার মানে এবারও কি পান্ডিয়ার নেতৃত্বে খেলবেন রোহিত শর্মা!