MS Dhoni May Becomes Team India Coach: রবি শাস্ত্রীর জায়গায় কি এবার ধোনি ভারতীয় দলের কোচ! বিসিসিআই কীভাবে দিল ইঙ্গিত, দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni: কোহলির দলের পরবর্তী কোচ কি তবে ধোনি! কী ইঙ্গিত পাওয়া গেল! জেনে নিন।
advertisement
1/5

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। এই দলে আর অশ্বিনের অন্তর্ভুক্তি অবশ্যই চমকে দেওয়ার মতো। তবে সব থেকে বড় চমক, বিশ্বকাপের দলে এমএস ধোনিকে মেন্টর হিসাবে নিয়োগ। কোহলি, শাস্ত্রীর সংসারে এবার ধোনির সারপ্রাইজ এন্ট্রি। ধোনি যে এভাবে আবার ভারতীয় ক্রিকেটে ফিরবেন তা হয়তো কেউ ভাবেননি।
advertisement
2/5
বিসিসিআই ধোনিকে মেন্টর হিসাবে নিয়োগ করার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমএস কি এবার ভারতীয় দলের কোচ হবেন! অবসরের পর খুব বেশিদিন বসে থাকলেন না। আবার ফিরলেন ক্রিকেটে। তাই তাঁর কোচ হওয়ার জল্পনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না। আর বিসিসিআই ধোনিকে মেন্টর হিসাবে নিয়োগ করে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েও রেখেছে। তা হলে কি রবি শাস্ত্রীর বদলে ভারতীয় দলের পরবর্তী কোচ এমএস ধোনি!
advertisement
3/5
ধোনি-কোহলির সম্পর্ক ভাল। রবি শাস্ত্রীর সঙ্গেও কোহলির সুসম্পর্কের কথা সবারই প্রায় জানা। এমন পরিস্থিতিতে ধোনি ভারতীয় দলের কোচ হয়ে এলে কোহলির আপত্তির কোনও কারণই নেই। বরং ধোনি-কোহলি আরও একবার ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তবে প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে রবি শাস্ত্রীর ভবিষ্যত্ কী হবে!
advertisement
4/5
রবি শাস্ত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ হচ্ছে ঠিক টি-২০ বিশ্বকাপের পরই। অর্থাত্, টিম ইন্ডিয়ার কোচ হিসাবে শাস্ত্রীর মেয়াদ আর বেশিদিনের নেই। আর ঠিক টি-২০ বিশ্বকাপের আগেই নতুন দায়িত্বে ভারতীয় দলে ধোনির এন্ট্রি। ব্যাপারটা কি স্রেফ কাকতালীয়! নাকি তাত্পর্যপূর্ণ। বিসিসিআই কি তবে পরিকল্পনামাফিক ধোনিকে আপাতত বিশ্বকাপের দলের মেন্টর করে আনল! যাতে দলের হাল-হকিকত বুঝে নিতে ধোনির সুবিধা হয়! এর পর কি ধোনি আরও বড় দায়িত্ব পাবেন!
advertisement
5/5
রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের সাফল্য নেই। এই নিয়ে একাধিকবার প্রশ্নও উঠেছে। তবে বিদেশের মাটিতে ভারতীয় দল সাফল্য পেয়েছে। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে আরও একটি বিশ্বকাপ খেলতে নামবে ভারত। এবার দল ব্যর্থ হলে শাস্ত্রীর চাকরি থাকবে তো! প্রশ্ন উঠছে।