TRENDING:

অনবদ্য জয় দিয়ে অভিযান শুরু মোহনবাগানের, নর্থ-ইস্টকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুণ ব্রিগেড

Last Updated:
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ন্যাশানাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই অনবদ্য জয় পেল মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পায় সবুজ-মেরুণ ব্রিগেড।
advertisement
1/5
অনবদ্য জয় দিয়ে অভিযান শুরু মোহনবাগানের, নর্থ-ইস্টকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুণ
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ন্যাশানাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই অনবদ্য জয় পেল মোহনবাগান।
advertisement
2/5
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পায় সবুজ-মেরুণ ব্রিগেড। দৃষ্টিনন্দন ফুটবল খেলে মোহনবাগানের অনুর্ধ্ব ২১ দল।
advertisement
3/5
টাইসন ২ গোল করলেও উভয় ক্ষেত্রেই গোলের বল বাড়ান আমনদীপ। এছাড়া ম্যাচে মোহনবাগানের একটি গোল বাতিল করা হয়।
advertisement
4/5
এছাড়া ম্যাচে একাধি সুযোগ তৈরি করেছিন মোহনবাগাব। সেই সকল সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল পাল তোলা নৌকার।
advertisement
5/5
রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জাতীয় স্তরের গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে মোহনবাগান। তার আগে এই জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল দলের।
বাংলা খবর/ছবি/খেলা/
অনবদ্য জয় দিয়ে অভিযান শুরু মোহনবাগানের, নর্থ-ইস্টকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুণ ব্রিগেড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল