বিবাহিতা মহিলাদের প্রেমে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটাররা
- Published by:Suman Majumder
Last Updated:
Mohammad Shami-Hasin Jahan: বিবাহিতা মহিলাদের প্রেমে পড়ে এই ক্রিকেটারদের কেউ এখন সুখী, কারও দাম্পত্য জীবন ছারখার।
advertisement
1/5

মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের দেখা হয়েছিল ২০১৩ সালে আইপিএলের সময়। হাসিন তখন মডেল, শামি খেলেন কেকেআরে।
advertisement
2/5
শামি ও হাসিনের সম্পর্কে বিয়েতে পরিণতি পায়। তবে সেই সম্পর্ক টেকেনি। শামির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। শামির সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হাসিন।
advertisement
3/5
শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের বিয়ে হয় ২০১২ সালে। এর আগে অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়েশার।
advertisement
4/5
শিখর ধাওয়ান ও আয়েশার সম্পর্কও টেকেনি। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের কথা জানান আয়েশা। অস্ট্রেলিয়াতেই থাকেন তিনি। কিকবক্সিং করেন আয়েশা।
advertisement
5/5
১৯৯৯ সালে বিয়ে হয়েছিল অনিল কুম্বলে ও চেতনা রামতীর্থের। অনিল কুম্বলের বিয়ের প্রস্তাবে প্রথমে রাজি হননি চেতনা। পরে কুম্বলে তাঁকে বিবাহবিচ্ছেদের মামলায় সাহায্য করেন। খারাপ সময়ে চেতনার পাশে ছিলেন অনিল কুম্বলে।