TRENDING:

আগে নেটে পরীক্ষা, তারপর সুযোগ বাংলা একাদশে... শামিকে বার্তা অরুণলালের

Last Updated:
advertisement
1/4
আগে নেটে পরীক্ষা, তারপর সুযোগ বাংলা একাদশে... শামিকে বার্তা অরুণলালের
আগে ফিটনেস পাশ। তারপর সুযোগ বঙ্গ একাদশে। মহম্মদ শামিকে এমনটাই বার্তা বাংলার মেন্টর অরুণলালের।
advertisement
2/4
সোমবার দিনভর শামি নাটকের অবসান। ইডেনে কেরল ম্যাচের ১২ ঘণ্টা শহরে শামি। দলের সঙ্গে অনুশীলন ছাড়াই মাঠে নামবেন ডানহাতি পেসার। ম্যাচের আগে নেটে শামিকে দেখতে চান লালজি। তবে মনোজ শামিকে খেলানোর পক্ষে।
advertisement
3/4
দল ঘোষণার পরেও ৩দিন গরহাজির শামিকে নিয়ে সিএবির ঢাল পারিবারিক সমস্যা। এদিকে ইডেনের উইকেটে ঘাস থাকায় চার পেসার খেলানোর ভাবনায় মনোজরা। লড়াইয়ে অমিত কুইল্যা ও মুকেশ কুমার। নেটে ছোট রানআপে বোলিং অনুশীলন দিন্দার। অতিরিক্ত ব্যাটসম্যান খেললে এগিয়ে ফিট ঋত্বিক চট্টোপাধ্যায়। ওপেনিংয়ে কৌশিক ও রমন। চোখের সমস্যায় নেই প্রদীপ্ত প্রামানিক। প্রথমবার কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে জয়ই এখন টার্গেট বাংলার।
advertisement
4/4
দীর্ঘদিন পর বাংলা দলে মহম্মদ শামি। শর্তসাপেক্ষে রঞ্জি খেলার অনুমতি দিয়েছে বোর্ড। প্রত্যেক ইনিংসে ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না ভারতীয় পেসার। আর প্রত্যেক দিনের চোটের আপডেট জানাতে হবে জাতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহাতকে। এদিন কেরল ম্যাচের দল ঘোষণা করল সিএবি। দলে নতুন মুখ পূরব জোশী। ফিরলেন অমিত কুইল্যা। বাদ বি অমিত, শাহবাজ। বাংলা শিবিরে স্বস্তি, চোট গুরুতর দিন্দা, ঈশানের। পিচে ঘাস রাখতে কিউরেটরের উপর চাপ বাড়াচ্ছে সিএবি। শনিবার থেকেই শুরু অনুশীলন। রবিবার দলের সঙ্গে যোগ দেবেন শামি।
বাংলা খবর/ছবি/খেলা/
আগে নেটে পরীক্ষা, তারপর সুযোগ বাংলা একাদশে... শামিকে বার্তা অরুণলালের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল