SIR Hearing: নিয়মমাফিক এসআইআর শুনানিতে হাজিরা দিলেন মহম্মদ শামি! প্রতিক্রিয়াও দিলেন তারকা বোলার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
SIR Hearing: এসআইআরে ডাক পেয়েছিলেন মহম্মদ শামি এবং ভাই মহম্মদ কাইফ। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে হাজিরা দিলেন ক্রিকেটার মহম্মদ শামি এবং তার ভাই মহম্মদ কাইফ।
advertisement
1/4

এসআইআরে ডাক পেয়েছিলেন মহম্মদ শামি এবং ভাই মহম্মদ কাইফ। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে হাজিরা দিলেন ক্রিকেটার মহম্মদ শামি এবং তার ভাই মহম্মদ কাইফ।
advertisement
2/4
শুনানি থেকে ফেরার সময় শামি বলেন, "কুড়ি- পঁচিশ বছর ধরে বাংলায় রয়েছি, তারপরেও SIR-এ ডেকেছিল, কথা হয়ে গিয়েছে। কোনও সমস্যা নেই শুনানিতে, দেশের নাগরিক হিসেবে মানুষকে এই কাজে সাহায্য করা উচিত"।
advertisement
3/4
তবে দেশের জার্সিতে ফেরা নিয়ে শামিকে প্রশ্ন করা হলে শামি বলেন, "নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, কী হবে আমার হাতে নেই"।
advertisement
4/4
সামনে ২২ জানুয়ারি, সেদিন শুরু হচ্ছে রঞ্জি ট্রফির বাংলা বনাম সার্ভিসেসের ম্যাচ। দেশের জার্সিতে ফিরতে সেই ম্যাচেই আপাতত নজর দিচ্ছেন শামি। সেই ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে জয় পেতে মরিয়া শামি।