Palash Mucchal : 'ছক' সাজানো ছিল, ফেঁসে গেলেন স্মৃতি মন্ধানার হবু বর! পলাশকে নিয়ে মারাত্মক অভিযোগ সেই মহিলার, ফ্লার্ট করে কেলেঙ্কারি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana : অনেক আগে থেকেই পলাশ মুচ্ছলের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল বলে দাবি করেছেন মেরি। তিনি আরও বলেছেন, পলাশের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন।।
advertisement
1/6

বিয়ের আগের রাতে অন্য মহিলার সঙ্গে চ্যাট। আর তাতেই পলাশ-স্মৃতি বিয়ে ভাঙার মতো পরিস্থিতি। পলাশের সঙ্গে সেই মহিলার অর্থাৎ মেরির চ্যাট নিয়ে দীর্ঘ সময় ধরে মুখে কুলুপ এঁটে রয়েছেন পলাশ মুচ্ছল। তবে এবার এই নিয়ে মুখ খুললেন মেরি ডি'কোস্টা নিজেই।
advertisement
2/6
অনেক আগে থেকেই পলাশ মুচ্ছলের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল বলে দাবি করেছেন মেরি। তিনি আরও বলেছেন, পলাশের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন। সেটাই করেন পরিকল্পনামাফিক।
advertisement
3/6
মেরি পেশায় কোরিয়োগ্রাফার। সূত্রের খবর, স্মৃতি মন্ধানা ও পলাশের সঙ্গীত অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্রাফিও করেছিলেন এই মেরি। সেই মেরিই তাঁর সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাট-এর স্ক্রিনশট ফাঁস করে বড়সড় বিতর্কের সৃষ্টি করেছেন।
advertisement
4/6
স্ক্রিনশট প্রকাশ পাওয়ার পর প্রথমে মেরি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তার পর এই গোটা ঘটনা নিয়ে তিনি মুখ খোলেন। জানিয়ে দেন, আসলে সবটাই ছিল পরিককল্পনা। তিনি চেয়েছিলেন, পলাশের মুখোশ খুলে দিতে।
advertisement
5/6
মেরি জানান, পলাশের সঙ্গে সেই চ্যাট বেশ কয়েক মাস আগের। ২০২৫ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে কথাবার্তা হয়েছিল। মেরি বলেছেন, “আমার পরিচয় প্রকাশ্যে আসুক সেটা কখনও চাইনি। এক মাস মতো আমাদের কথা হয়েছিল। ওর সঙ্গে দেখা করিনি। কোনও কিছুতে জড়াইওনি। আমি ক্রিকেট ভালবাসি। স্মৃতি মন্ধানাকে আমার ভাল লাগে। তাই মনে হয়েছিল, মানুষের এই ব্যাপারটা জানা দরকার। ওর মুখোশ খুলেছি। সেটাই চেয়েছিলাম।”
advertisement
6/6
মেরি আরও বলেন, 'অনেকে জিজ্ঞেস করছে, কেন এতদিন পর চ্যাট প্রকাশ্যে আনলাম? সত্যিটা হল, আমি জুলাই মাসে ওঁর সত্যি ফাঁস করেছিলাম। কিন্তু তখন কেউ জানত না, পাত্তা দেয়নি। এখন আমি এটা জানালাম কারণ, মানুষ সব গুলিয়ে ফেলছে। আর ভুল জিনিস জানাজানি হবে না, সেটা চাইনি।'