পাক ক্রিকেটার, বান্ধবীর বরের সঙ্গে সম্পর্ক! বিয়ের আগে গর্ভবতী হন এই অভিনেত্রী!
- Published by:Suman Majumder
Last Updated:
Amrita Arora: বান্ধবীর বরের সঙ্গে প্রেম! এই অভিনেত্রীকে চেনেন কি না দেখুন তো!
advertisement
1/7

বলিউড অনেক অভিনেতার জীবন বদলে দিয়েছে। তবে অনেক অভিনেতার জীবন বরবাদও হয়েছে। আজ আমরা যে অভিনেত্রীর কথা বলব, তাঁর সঙ্গে সম্পর্ক ছিল পাকিস্তানি ক্রিকেটারের। তবে সে সম্পর্ক পরিণতি পায়নি।
advertisement
2/7
এই অভিনেত্রী এর পর বান্ধবীর বরের প্রেমে পড়েন। তার পরই শুরু হয় ঝামেলা। এই অভিনেত্রী এখন অবশ্য সিনেমার জগত থেকে দূরে। তবে প্রায়ই তাঁকে বিভিন্ন পার্টিতে দেখা যায়।
advertisement
3/7
মালাইকা অরোরার বোন অমৃতা অরোরার কথা বলছি আমরা। তিনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। তবে বলিউডে লম্বা রেসের ঘোড়া হতে পারেননি।
advertisement
4/7
২০০২ সালে কিতনে দূর কিতনে পাস সিনেমা দিয়ে তাঁর বলিউডে যাত্রা শুরু। তবে এর পর থেকে তিনি ব্যক্তিগত জীবনের ঘটনার জন্যই সব থেকে বেশি খবরের শিরোনামে থাকতেন।
advertisement
5/7
পাকস্তানে থাকা ইংল্যান্ডের ক্রিকেটার ওসমানের সঙ্গে সম্পর্কে জড়ান অমৃতা। ভারতে খেলতে এসেছিলান ওসমান। তখনই দুজনের আলাপ হয়। এর পর দুজনকে একসঙ্গে বহু পার্টিতে দেখা যেত। ওসমানের ভাই বলিউডে কাজের সুযোগ খুঁজছিলেন। অমৃতা তাঁকেও সাহায্য করেন।
advertisement
6/7
এবার বলি অমৃতার বিয়ের কথা, যেটা নিয়ে তিনি খবরের শিরোনামে ছিলেন। অমৃতা ২০০৯ সালে ব্যবসায়ী শাকিল লাদাককে বিয়ে করেন। শাকিল কলেজের দিন থেকেই অমৃতার বন্ধু। কিন্তু পরে দুজনেই আলাদা হয়ে যান।
advertisement
7/7
শাকিলের স্ত্রী নিশা ছিলেন অমৃতার বান্ধবী। আর তাই শাকিল-অমৃতার সম্পর্ক নিয়ে ঝামেলা শেষ ছিল না।