TRENDING:

KKR Team News: এক,দুই নয়, কেকেআরের ৩ তারকার চোটের ধাক্কা, অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, রইল চোট আপডেট

Last Updated:
KKR Team News: আইপিএলের আগেই কেকেআরের একের পর এক মোক্ষম তাস চোটের কবলে, চিন্তায় ঘুম উড়ছে..
advertisement
1/10
এক,দুই নয়, কেকেআরের ৩ তারকার চোটের ধাক্কা, অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, রইল চোট আপডেট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ২০২৫) আসন্ন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্যানরা দারুণ চিন্তায় ছিলেন৷  রনজি ট্রফির ম্যাচ খেলাকালীন  খারাপভাবে গোড়ালি মোচড়ের শিকার হয়েছিলেন তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার৷ কিন্তু এসে গেল ভাল খবর চোট সারিয়ে উঠছেন তিনি৷
advertisement
2/10
ভেঙ্কটেশ, যাঁকে KKR ২৩.৭৫ কোটি টাকা খরচ করে পরে IPL 2025 নিলামে তৃতীয়-সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তুলে নেয়৷  কেরলের বিরুদ্ধে মধ্যপ্রদেশের এলিট গ্রুপ সি অ্যাওয়ে ম্যাচের প্রথম দিনে তাঁর গোড়ালিতে চোট লাগে৷
advertisement
3/10
যদিও ৩০ বছর বয়সী এই প্রতিযোগীতার দ্বিতীয় দিনে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাঠে নামেননি, তবে কোনও গুরুতর আঘাতের উদ্বেগ নেই, এমনটাই একটি সর্বভারতীয় ক্রীড়া সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
advertisement
4/10
ব্যাট করতে নেমে মাত্র তৃতীয় বলেই আইয়ার ফাস্ট বোলার এনপি বাসিলকে ডিপ স্কোয়ার লেগের দিকে ফ্লিক করার চেষ্টা করেছিলেন কিন্তু এই সময়েই তাঁর ডান পায়ের গোড়ালিতে মোচড় লাগে। রানটি কমপ্লিট করতে না পেরে তিনি পিচের মাঝখানে পড়ে যান, ব্যথায় কাতর হয়ে পড়েন।
advertisement
5/10
কেকেআর এবারের আইপিএল নিলামের আগে শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয়৷ খেতাব রক্ষার লড়াইতে নামা কেকেআরের পরবর্তী নেতা বাছাইয়ের গুরুত্বপূর্ণ কাজ আছে৷  শাহরুখ খানের সহ-মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ব্যাটিং অলরাউন্ডারের জন্য যে পরিমাণ টাকা ব্যয় করেছে, তা স্পষ্টতই মনে হচ্ছে আইয়ারের জন্য কেকেআরের আরও বড় পরিকল্পনা রয়েছে।
advertisement
6/10
বহুমুখী ব্যাটিং অলরাউন্ডার KKR-র আইপিএল ২০২৪ শিরোপা জয়েও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল৷  ফলে থিঙ্কট্যাঙ্ক প্রাথমিকভাবে তাঁকে রিটেন না করলেও  তাঁকে ফেরত কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিকে প্রচুর টাকা দিতে হয়েছিল। ৪৬.২৫ -র অসামান্য গড় এবং ১৫৮.৮০ এর বিস্ফোরক স্ট্রাইক রেটে ৩৭০ রান করে৷  তিনি মিডল অর্ডারে তার গতিশীল এবং আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দলকে সাফল্যের পথে নিয়ে গিয়েছিলেন৷
advertisement
7/10
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় কোমড়ে চোট পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই কারণে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছে তরুণ বাঁ হাতি তারকা ব্যাটার।
advertisement
8/10
রিঙ্কু সিংয়ের চোট কতটা গুরুতর এবং চতুর্থ ম্যাচ থেকে তিনি দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু চোট গুরুতর হল নতুন মরশুম শুরুর আগেই কেকেআরের মাথায় হাত পড়তে পারে।
advertisement
9/10
IPL ২০২৫ মেগা নিলামের সময়, অনরিখ নোর্ৎজেকে কলকাতা নাইট রাইডার্স ৬.৫০ কোটি টাকায় কিনেছিল। এই পেসার টুর্নামেন্টে দলের পেস বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারতেন।
advertisement
10/10
Anrich Nortje পিঠে চোট পেয়েছেন এবং দক্ষিণ আফ্রিকা ২০ এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। আইপিএল ২০২৫ সংস্করণের তাঁকে পাওয়া যাবে কিনা তা স্ক্যানারের নিচে৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: এক,দুই নয়, কেকেআরের ৩ তারকার চোটের ধাক্কা, অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, রইল চোট আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল