KKR News: আইপিএল নিলামের আগে জানুন কেকেআরের সব খবর! কেমন দল গড়বে কলকাতা! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Ready Their Strategy For IPL 2025 Mega Auction: আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডাতে বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কেমন দল গড়ে সেদিকে নজর সকলের। নিলামের আগে কেমন পরিস্থিতি নাইটদের রইল সব আপটেড।
advertisement
1/9

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডাতে বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কেমন দল গড়ে সেদিকে নজর সকলের। নিলামের আগে কেমন পরিস্থিতি নাইটদের রইল সব আপটেড।
advertisement
2/9
গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। একইসঙ্গে ৬ জনকে রিটেন করেছে নাইটরা। গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে বড় চমক দিয়েছে কেকেআর। একইসঙ্গে ৬ জনকে রিটেন করেছে নাইটরা।
advertisement
3/9
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল পার্সে ১২০ কোটি টাকা করে পাবে। তারমধ্যে থেকেই রিটেনশন করতে হয়েছে সবকটি দলকে। কেকেআর রিঙ্কু ১৩ কোটি, রাসেল-নারিন-বরুণ ১২ কোটি করে ও হর্ষিত-রমনদীপকে ৪ কোটি টাকা করে দিয়েছে।
advertisement
4/9
এই ৬ জনের রিটেনশনের হিসেব যোগ করলে দেখা যাবে কেকেআরের খরচ হয়েছে ৫৭ কোটি টাকা। ফলে কেকেআরের পার্সে থাকা উচিত আরও ৬৩ কোটি টাকা। কিন্তু নাইটদের পার্সে রয়েছে ৫১ কোটি টাকা।
advertisement
5/9
এই ১২ কোটি টাকা কেন কমে গেল কেকেআরের তা কিন্তু অনেকর কাছেই অজানা। বিষয়টা রয়েছে নিয়মেই। আইপিএল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলি যাই করুক, ছয় রিটেনশনের জন্য কমপক্ষে ৬৯ কোটি টাকা তাঁদের ঝুলি থেকে কাটা হবে।
advertisement
6/9
কেকেআর তাদের ৬ ক্রিকেটারকে ম্যানেজ করে ৫৭ কোটির মধ্যে রিটেনশন কমপ্লিট করেছে। কিন্তু নিয়ম অনুযায়ী পার্স থেকে ৬৯ কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। সেই কারণেই কেকেআরের পার্সে এখন ৫১ কোটি টাকা দেখাচ্ছে।
advertisement
7/9
৬ ক্রিকেটারকে রিটেন করার পর কেকেআরের হাতে রয়েছে মোট ৫১ কোটি টাকা। এই টাকার মধ্যেই গোটা দল গড়তে হবে নাইটদের। নিলামে মোট ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মোট আরও ৬ জন বিদেশি কিনতে পারবে কেকেআর।
advertisement
8/9
নিলামে কেকেআরের সবথেকে বেশি প্রয়োজন হল একজন অধিনায়ক বেছে নেওয়া। এছাড়া দেশি ও বিদেশি পেসার দরকার নাইটদের। স্পিনার নিয়ে খুব একটা চিন্তা না থাকলেও আরও একজন দেশি স্পিনার নিতে পারে কলকাতা। এছাড়া ওপেনিং ও মিডল অর্ডারে ভাল দেশি ও বিদশি ব্যাটার দরকার।
advertisement
9/9
অর্ধেকের বেশি টাকা খরচ হয়ে গিয়েছে নাইটদের। কেকেআরের হাতে নেই একটি আরটিএম কার্ড। ৫১ কোটি টাকার মধ্যে অনেক হিসেব করে দল গড়তে হবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে।