Rinku Singh Engagement: আংটি বদলের সময় চোখে জল! রইল রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বাগদানের 'ফটো অ্যালবাম'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন। বাগদান সম্পন্ন হল কেকেআর তারকার।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন। রিঙ্কু সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে লখনউয়ে বাগদান সম্পন্ন করেছেন। লখনউয়ের ফাইভ স্টার হোটেল ‘দ্য সেন্ট্রাম’-এ রিঙ্কু এবং প্রিয়ার বাগদান হয়।
advertisement
2/6
রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বন্ধুত্ব এখন একটি নতুন এবং চিরস্থায়ী সম্পর্কে পরিণত হয়েছে। দুজনের পরিবার এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
advertisement
3/6
রিঙ্কু ও প্রিয়ার বাগদানে প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার, পীযূষ চাওলা এবং উত্তর প্রদেশ রঞ্জি দলের অধিনায়ক আর্যন জুয়াল-এর মতো বড় নামেরা উপস্থিত ছিলেন।
advertisement
4/6
রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বাগদান নিয়ে মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। ৮ জুন অবশেষে ভক্তরা খুশির খবরটি জানতে পারলেন। ইতিমধ্যেই সামনে এসেছে বাগদানের ছবি। তাদের বাগদানের ভিডিও-ও প্রকাশিত হয়েছে।
advertisement
5/6
ভিডিওতে দেখা যায় যে স্টেজে রিঙ্কু এবং প্রিয়া খুবই খুশি। যখন রিঙ্কু প্রিয়ার আঙুলে আংটি পরিয়ে দেন তখন প্রিয়া আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাঁর চোখে আনন্দাশ্রু দেখা যায়।
advertisement
6/6
রিঙ্কু এবং প্রিয়ার বাগদানে সমাজবাদী পার্টির নেতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত ছিলেন। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা প্রফেসর রাম গোপাল এবং বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও সেখানে উপস্থিত ছিলেন।