KKR News: কোন প্লেয়ারদের এবার ধরে রাখছে কেকেআর? তালিকায় চমকে দেওয়া নাম! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে আর কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা প্রস্তুত করছে দলগুলি।
advertisement
1/6

আইপিএল ২০৫-এর মেগা নিলামকে কেন্দ্র করে কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কোন প্লেয়ারদের ধরে রাখা হবে আর কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা প্রস্তুত করছে দলগুলি।
advertisement
2/6
যদিও কোন নিয়মে হবে এবারের আইপিএল ২০২৫-এর মেগা নিলাম? কতজন ক্রিকেটার রিটেন করা যাবে? তা নিয়ে নির্দিষ্ট কোনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে নিলাম।
advertisement
3/6
এর আগে মেগা নিলামে ৪ জন প্লেয়ার রিটেন করা গিয়েছিল। এবার তা বাড়িয়ে ৬ করার দাবি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে ৪ জন হোক আর ৬ কেকেআর এবার কাদের রিটেন করবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
4/6
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে চ্যাম্পিয়ন দলথেকে কাদের ধরে রাখা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে নাইট টিম ম্যানেজমেন্টের কাছে। তবে সম্ভাব্য কাদের ধরে রাখতে পারে কেকেআর চলুন দেখে নেওয়া যাক।
advertisement
5/6
প্রথমত অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে পারে কেকেআর। দ্বিতীয় জন আন্দ্রে রাসেল। কারণ, রাসেল অত্যন্ত ভালো মানের অলরাউন্ডার। তালিকায় তৃতীয় নাম সুনাল নারাইন। বল এবং ব্যাট হাতে নারাইন কেকেআরের বড় ভরসা। এছাড়াও তালিকায় আছে রিংকু সিংয়ের নাম। রিঙ্কু অসাধারণ ফিনিশার।
advertisement
6/6
আর যদি ৬ ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাওয়া যায় তাহলে, পঞ্চম নাম ভেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দলের অপর এক মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বা নীতিশ রানার মধ্যে একজনকে ধরে রাখার সম্ভাবনা বেশি কেকেআরের।