যে দল নায়ক বানাল তাদেরই হুঙ্কার! কেকেআরকে এমন কথা বললেন সল্ট, যা আগে কেউ বলেনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Kolkata Knight Riders Former Player Phil Salt Attacks KKR: আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বিধ্বিংসী ব্যাটিং করে ফিল সল্ট জানিয়ে দিলেন জার্সি পাল্টালেও মেজাজা ও ফর্ম পাল্টায়নি তাঁর।
advertisement
1/5

গতবার ফিল সল্ট ছিলেন কেকেআরের নয়ণের মণি। নাইটদের তৃতীয় আইপিএল ট্রফি জয়ে নিয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ব্রিটিশ তারকা। কলকাতার দীর্ঘ বছরের ওপেনিংয়ের সমস্যা মিটিয়েছিলেন সল্ট।
advertisement
2/5
গত মরশুমে ৪০০-র বেশি রান করা সত্ত্বেও তাঁকে রিটেন করেনি কেকেআর। নিলামের টেবিলেও সল্টের জন্য সর্বস্ব দিয়ে ঝাপায়নি নাইটরা। তাই গতবারের হিরো এবার আরসিবির জার্সি গায়ে হয়ে উঠলেন কেকেআরের ত্রাস।
advertisement
3/5
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বিধ্বিংসী ব্যাটিং করে ফিল সল্ট জানিয়ে দিলেন জার্সি পাল্টালেও মেজাজা ও ফর্ম পাল্টায়নি তাঁর। একইসঙ্গে কেকেআরকে সরাসরি সল্ট জানিয়ে দিলেন এখন এই দলে আর কোনও বন্ধু নেই।
advertisement
4/5
ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচেই সল্ট বুঝিয়ে গেলেন, কত বড় ভুল কেকেআর কর্তারা করেছেন। সল্ট জানিয়ে গেলেন, আইপিএলে কেউ কারও বন্ধু হয় না। তাই কেকেআরেও আর তাঁর কোনও বন্ধু নেই।
advertisement
5/5
ম্যাচ শেষে ফিল সল্ট বলেন,"গত বছর এই মাঠে সময়টা খুব ভাল কেটেছিল। আমরা ট্রফিও জিতেছিলাম। তবে এখন আর কোনও বন্ধু নেই। ইডেন আমার চেনা মাঠ। প্রতিপক্ষের বোলাররাও চেনা। তাই আমার কাজটা একটু সহজ হয়েছে।"