ঈশান-ভরত-সঞ্জু কেউ নয়! পন্থের বদলে ভারতীয় দলে 'কেকেআর' তারকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে একের পর এক চোটে জর্জরিত ভারতীয় শিবির আরও বিপদে পড়েছে, কারণ চোটের কারণে উইকেটকিপার ঋষভ পন্থ ৬ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন।
advertisement
1/5

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে একের পর এক চোটে জর্জরিত ভারতীয় শিবির আরও বিপদে পড়েছে, কারণ চোটের কারণে উইকেটকিপার ঋষভ পন্থ ৬ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন।
advertisement
2/5
পঞ্চম টেস্টের আগে কে ভারতয়ী দলে ঋষভ পন্থের জায়গায় যোগ দেবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। আলোচনা উঠে এসেছে ঈশান কিশান, কেএস ভরত, সঞ্জু স্যামসনদের নাম।
advertisement
3/5
ঈশান কিশানের গোড়ালির চোটও সমস্যা বাড়িয়েছে। কেএস ভরত বা সঞ্জু স্যামসনকে এক ম্যাচের জন্য ইংল্যান্ড পাঠাতে চাইছে না বোর্ড। যার ফলে ভাগ্যের দরজা খুলতে পারে কেকেআরের প্রাক্তন উইকেটকিপার এন জগদীশানের।
advertisement
4/5
বিসিসিআই ধ্রুব জুরেলের পাশাপাশি তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে কভার হিসেবে দলে নিতে পারে। তাঁর ঘরোয়া পারফরম্যান্স বরাবরই নজরকাড়া—রনজি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে ধারাবাহিক সাফল্য তাঁকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।
advertisement
5/5
প্রথম শ্রেণির ক্রিকেটে জগদীশন ৪৭.৫০ গড়ে করেছেন ৩৩৭৩ রান। রনজি ২০২৩–২৪ মৌসুমে তিনি করেছেন ৮১৬ রান, যার মধ্যে রয়েছে একটি ট্রিপল সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। আগের মরশপমেও তিনি অধিনায়ক হিসেবে৫৬.১৭ গড়ে করেছিলেন ৬৭৪ রান।