মেসির পরা জার্সি হতে পারে আপনারও, জানুন পকেটে রাখতে হবে কত টাকা
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপ জয়ের স্বপপূরণ হয়েছে লিওনেল মেসির। ক্লাব ফুটবলে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার জার্সি তোলা হয়েছে নিলামে। চাইলে আপনিও কিনতে পারেন সেই জার্সি।
advertisement
1/7

মেসির পরা জার্সি হতে পারে আপনারও, জানুন পকেটে রাখতে হবে কত টাকা
advertisement
2/7
বিশ্বজয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে নিজের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। সেখানে তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো ও সম্মানিত করা হয়।
advertisement
3/7
বিশ্বকাপ জেতার পর ক্লাব ফুটবলে মাঠে ফিরেই গোল করেন লিওনেল মেসি। লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্গার্সের বিরুদ্ধে গোল করেন পিএসজি মহাতারকা।
advertisement
4/7
বিশ্বজয়ের পর পিএসজির হয়ে প্রথম ম্যাচে নেমে যেই জার্সি পড়ে গোল করেছেন মেসি তা এবার নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
5/7
অনলাইনের মাধ্যমে চাইলে আপনিও অংশ নিতে পারেন সেই নিলামে। আর নিলামে দর হাঁকিয়ে জিততে পারলেই মেসির জার্সি হতে পারে আপনারাও।
advertisement
6/7
যে সংস্থার মাধ্যমে জার্সি নিলাম করা হচ্ছে তারা জানিয়েছে, এখনও পর্যন্ত ২০ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৬২ হাজার টাকা এখনও পর্যন্ত দাম উঠেছে।
advertisement
7/7
এখনও আরও ২ দিন এই মেসির জার্সির নিলাম চলবে। এই দুদিনে আরও যদি কেউ এর থেকে বেশি দাম দিতে পারেন তাহলে জার্সি তার হবে।