Jasprit Bumrah: মোদির কোলে জুনিয়র বুমরাহ, বুমরাহ-সঞ্জনার সঙ্গে খোশমেজাজে প্রধানমন্ত্রী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah: হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেন ভারতীয় ক্রিকেটাররা।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে ভারতে পৌছায় টিম ইন্ডিয়া। সকাল ৬.০৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটারেরা। বিমান বন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল।
advertisement
2/5
হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেন ভারতীয় ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোশুটও করেন সকলে।
advertisement
3/5
শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ ও তাঁর সঞ্চালিকা স্ত্রীর সঙ্গেও কথা বলেন মোদি।
advertisement
4/5
জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশনের সঙ্গে ছিলেন তাদের ছেলেও। প্রধানমন্ত্রী বুমরাহের ছেলেক কোলে নিয়ে গোটা পরিবারের সঙ্গে ছবি তোলেন। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় খোদ শেয়ার করেন বুমরাহ।
advertisement
5/5
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন জসপ্রীত বুমরাহ। সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ভাল বোলিং করেন তিনি। টি-২০ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজল হয়েছেন বুমবুম।