KKR News: আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: খাতায় কলমে কেকেআর এখনও কেকেআর প্লে অফের টিকিট সরকারিভাবে পাকা হয়নি। তবে একটি সমীকরণ রয়েছে যেখানে এখনও আইপিএলের প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর।
advertisement
1/6

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর বেশ কিছুদিনের বিরতি। আগামী ১১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে এটিই ইডেনে কেকেআরের শেষ ম্যাচ।
advertisement
2/6
বর্তমানে লিগ টেবিলে এক নম্বয় স্থানে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ৩ পরাজয়, ১৬ পয়েন্ট নাইটদের। রানরেটের নিরিখেও সকলের থেকে অনেক এগিয়ে শ্রেয়স আইয়ারের দল। কেকেআরের নেট রানরেট +১.৪৫৩।
advertisement
3/6
খাতায় কলমে কেকেআর এখনও কেকেআর প্লে অফের টিকিট সরকারিভাবে পাকা হয়নি। কিন্তু কেকেআরের যা পয়েন্ট ও নেট রানরেট তাতে কেকেআরের শেষ চারের টিকিট কার্যত পাকা হয়ে গিয়েছে।
advertisement
4/6
তবে একটি সমীকরণ রয়েছে যেখানে এখনও আইপিএলের প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর। যদি নিজেদের পরের তিনটি ম্যাচ তারা হারে তা হলে হায়দরাবাদ, দিল্লি ও লখনউয়ের সঙ্গে সমান পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
advertisement
5/6
তবে কেকেআরের রানরেট ভাল রয়েছে। তবে শেষ তিন ম্যাচ যদি খুব বাজেভাবে হারে কেকেআর, বিশেষ করে বড় রানের ব্যবধানে হারে সেক্ষেত্রে প্রভাব পড়বে কেকেআরের রানরেটে। তখন একটা ভয়ের কারণ থাকলেও থাকতে পারে।
advertisement
6/6
তবে কেকেআরের প্লেঅফের আগে বিদায় নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এখনও ৩টি ম্যাচ রয়েছে। যার মধ্যে একটি জিতলেই প্রথন দুইয়ে থেকে কেকেআরের প্লে অফে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে। আর কেকেআর যে ফর্মে রয়েছে তাতে সব ম্যাচ বাজেভাবে হারার সম্ভাবনা খুব কম।