আইপিএলের বাকি ১৬ দিন! ইডেনে এবার টিকিটের দাম কত? বিক্রি শুরু কবে? জেনে নিন
- Reported by: ERON ROY BURMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Ipl 2025 Ticket price- গতবার ১০০০, ১৫০০, ২০০০- বিভিন্ন দামের টিকিট ছিল। এবারও সেগুলি থাকবে। তবে দাম কিছুটা বাড়তে পারে। অনলাইনে এবারও 'বুক মাই শো' থেকেই আইপিএলে ইডেন ম্যাচের টিকিট পাওয়া যাবে।
advertisement
1/7

আর মাত্র বাকি ১৬ দিন। আইপিএলের প্রথম ম্যাচে এবার খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। আইপিএল নিয়ে বহু সমর্থকের মধ্যে উৎসাহের শেষ নেই। তাঁদের মধ্যে অনেকেই জানতে চান, আইপিএলের টিকিট কবে থেকে পাওয়া যাবে, দামই বা কত হবে!
advertisement
2/7
২২ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্স-এর মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার প্রশ্ন হচ্ছে, কবে থেকে শুরু হবে ইডেনে আইপিএল ম্যাচের টিকিট বিক্রি? টিকিটের দামই বা কত?
advertisement
3/7
মুম্বই, গুয়াহাটির মতো কয়েকটি শহরের আইপিএল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। যদিও ইডেনে টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। জানা যাচ্ছে, দু-তিনদিনের মধ্যে ইডেনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
advertisement
4/7
আইপিএলের টিকিটের দাম কত হবে, এমনকীটিকিট বিক্রি সংক্রান্ত সব দায়িত্ব থাকে দশটি ফ্র্যাঞ্চাইজির উপর। তাই ইডেনের টিকিটের মূল্য কত হবে, কবে থেকে বিক্রি শুরু হবে, সব সিদ্ধান্ত নেবে কলকাতা নাইট রাইডার্স। জানা যাচ্ছে, এবার টিকিটের দাম কত হবে, তা ইতিমধ্যে নির্ধারণ হয়ে গিয়েছে।
advertisement
5/7
গতবার ইডেনে আইপিএল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭৫০ টাকা। জি ওয়ান ও এইচ ওয়ান ব্লকের টিকিট ওই দামে পাওয়া যাচ্ছিল। এবার সেই টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ৯০০ টাকা বেশি। অর্থাৎ আগেরবারের থেকে এবার দাম বাড়ছে ১৫০ টাকা।
advertisement
6/7
গতবার ১০০০, ১৫০০, ২০০০- বিভিন্ন দামের টিকিট ছিল। এবারও সেগুলি থাকবে। তবে দাম কিছুটা বাড়তে পারে। অনলাইনে এবারও 'বুক মাই শো' থেকেই আইপিএলে ইডেন ম্যাচের টিকিট পাওয়া যাবে বলে খবর। এবার সর্বোচ্চ টিকিটের দাম হতে পারে ৩ হাজার টাকা।
advertisement
7/7
জানা যাচ্ছিল, কেকেআর বনাম আরসিবি বা কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের টিকিটের দাম হয়তো বেশি রাখা হবে। সেক্ষেত্রে কেকেআর ডায়নামিক প্রাইসিং-এর কথা ভেবেছিল। তবে এখন জানা যাচ্ছে, সেরকম কিছুই হচ্ছে না। টিকিটের দাম সব ম্যাচে একই থাকার সম্ভাবনা।