IPL 2025: ৫০ কোটির বেশি টাকা নিয়ে খেলছেন আইপিএলে! কিন্তু কাজের বেলায় এরা অষ্টরম্ভা! হতাশ দল ও ফ্যান!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Big Flops: এবারের আইপিএলে দুজন প্লেয়ারকে নিয়ে চলছে জোর চর্চা। যাদের রেকর্ড টাকায় কিনলেও ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজের কাজ কিছুই করতে পারছেন না। ইতিমধ্যেই তাদের নিয়ে ফ্যানেদের মধ্যে তৈরি হয়েছে হতাশা।
advertisement
1/6

যত দিন এগোচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াই ততই আকর্ষণীয় হয়ে উঠেছে। প্লে-অফে ওঠার জন্য দলগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে মূলত গুজরাত, দিল্লি, আরসিবি, পাঞ্জাব, লখনউ এবং মুম্বইয়ের মধ্যে।
advertisement
2/6
তবে এবারের আইপিএলে দুজন প্লেয়ারকে নিয়ে চলছে জোর চর্চা। যাদের রেকর্ড টাকায় কিনলেও ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজের কাজ কিছুই করতে পারছেন না। ইতিমধ্যেই তাদের নিয়ে ফ্যানেদের মধ্যে তৈরি হয়েছে হতাশা।
advertisement
3/6
আইপিএল ২০২৫ মেগা নিলামে দীর্ঘ লড়াইয়ের পর ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হন তিনি।
advertisement
4/6
পন্থ অবশ্য নিজে যে পরিমাণ দাম পেয়েছে সেই হিসেবে এখনও নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। চলতি মরশুমে লখনউয়ের অধিনায়ক পন্থ ৯ ম্যাচ খেলে মাত্র ১০৬ রান করেছেন তিনি। তাও আবার ১০৮ বলে। অর্থাৎ স্ট্রাইক রেট ১০০-রও নয়।
advertisement
5/6
অন্য আরেকজন খেলোয়াড় হলেন ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল মেগা নিলাম থেকে। ভেঙ্কটেশ আইয়ারকে এত দাম দিয়ে কেনায় সবাই অবাক হয়ে গিয়েছিলেন।
advertisement
6/6
নিলামে মোটা অঙ্কের দাম পেলেও ব্যাট হাতে নিজের ক্য়ারিশ্মা দেখাতে পারেনি ভেঙ্কটেশ আইয়ার। ৯ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। কেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারের পিছনে এত টাকা খরচ করল কেকেআর তা নিয়ে উঠছে প্রশ্ন। আগামী বছর মিনি নিলামে এই দুজনকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় কিনা সেটাই দেখার।