Virat Kohli: অবসরের পরই স্ত্রীর সঙ্গে অন্য খেলায় মেতে উঠেছেন কোহলি! নেট দুনিয়ায় ঝড় তুলল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli And Anushka Sharma Enjoying New Game: টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অন্য খেলায় মাততে দেখা গেল বিরাট কোহলি। যেই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
1/6

সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদা নিয়েছেন বিরাট কোহলি। দেশের হয়ে টি-২০ খেলা ছেড়েছেন আগেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন অনেকটাই চাপমুক্ত বিরাট।
advertisement
2/6
এবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অন্য খেলায় মাততে দেখা গেল বিরাট কোহলি। যেই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। সেই খেলাতে অনুষ্কার সঙ্গে জুটি চুটিয়ে উপভোগ করেন বিরাট।
advertisement
3/6
আসলে আরসিবির প্লেঅফ পাকা হয়ে গিয়েছে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচও বাতি হয়ে যায় বৃষ্টির জন্য। তাই ফুরেফুরে মেজাজে গোটা দল। তাই জনপ্রিয় খেলা পিকলবল খেলে আরসিবি প্লেয়াররা। সেখানেই দেখা যায় বিরাটকে।
advertisement
4/6
একা বিরাট নন, সেই কোর্টে নেমে পড়েন অনুষ্কাও। জুটি হিসাবেই খেলতে নামেন বিরুষ্কা। পয়েন্ট জিতে সেলিব্রেট করতেও দেখা গিয়েছে তারকা দম্পতিকে।
advertisement
5/6
আরসিবির তরফ থেকে বিরাট-অনুষ্কার নতুন খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিন্দাস মুডে পাওয়া যায় কোহলি ও অনুষ্কাকে।
advertisement
6/6
শুধু বিরুষ্কাই নয়, জুটি বেঁধে খেলতে নেমেছিলেম আরও এক তারকা দম্পতি। আরসিবির মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিক এবং তাঁর স্ত্রী দীপিকা পাল্লিকলকেও দেখা গিয়েছে পিকলবল কোর্টে।