TRENDING:

IPL 2024 Auction: সিএসকে-তে ধোনি জমানা শেষ! ঠিক হয়ে গিয়েছে পরবর্তী অধিনায়ক? রয়েছে মহাচমক

Last Updated:
CSK decided who will be the next captain after MS Dhoni in IPL 2024: সিএসকে-তে ধোনি জমানা শেষ! ঠিক হয়ে গিয়েছে পরবর্তী অধিনায়ক? রয়েছে মহাচমক
advertisement
1/7
MS Dhoni: সিএসকে-তে ধোনি জমানা শেষ! ঠিক হয়ে গিয়েছে পরবর্তী অধিনায়ক? রয়েছে মহাচমক
গত মরশুমে হাঁটুতে চোট নিয়ে খেলেও দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন এমএস ধোনি। ট্রফি জয়ের পর ফ্যানেদের ভালবাসার সম্মান দিতে ২০২৪ আইপিএলে খেলার ইচ্ছের কথাও জানিয়েছিলেন মাহি। তবে আগামী মরশুমে খেললেও সিএসকের নেতৃত্বের ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/7
শোনা যাচ্ছে নতুন মরশুমে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে পারে চেন্নাই সুপার কিংস। এমএস ধোনি আগামী বছর খেললেও ফিটনেসের কারণে সব ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই কারণেই নতুন অধিনায়ক নির্বাচন করতে পারে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল।
advertisement
3/7
এর আগে ২০২২ সালে এমএস ধোনি অধিনায়কত্ব ছেড়ে রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব দিয়েছিলেন। পারফরম্যান্স খরাপ হওয়ার পাশাপাশি দলের অন্দরে নানা সমস্যা তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল। মাঝপথে ফের দলের দায়িত্ব নিয়েছিলেন মাহি। তারপর গতবার ফের চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।
advertisement
4/7
সিএসকে সূত্রে খবর, দলের নতুন অধিনায়ককে নিজের হাতে করে তৈরি করেছেন এমএস ধোনি। সেই ক্রিকেটারের মধ্য়ে নিজের মত হিমশীতল মানসীকতা, খেলা ভাল পড়তে পারা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুই দেখতে পেয়েছেন এমএস ধোনি।
advertisement
5/7
চেন্নাই সুপার কিংসের পরবর্তী নেতা হওয়াক দৌড়ে এগিয়ে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। বিগত কয়েক মরশুমে সিএসকের হয়ে ভাল ব্যাটিং করার পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলছেন। রুতুরাজের অধিনায়কত্বেই এশিয়ান গেমসে সোনা জিতেছে টিম ইন্ডিয়া।
advertisement
6/7
অনেক আগে থেকে রুতুরাজ গায়কোয়াড়কে ভবিষ্য়তের নেতা হিসেবে বেছে রেখেছেন এমএস ধোনি। সূত্র মারফর জানা গিয়েছে, গত বছর থেকেই ম্যাচ চলাকালীন রুতুর কাছে ধোনি জানতে চাইতেন কী করা উচিৎ। রুতুরাজের সিদ্ধান্ত নাকি পছন্দও হত ধোনির।
advertisement
7/7
এইভাবেই মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময়ে রুতু রাজ গায়কোয়াড়ের সঙ্গে কথা বলে তাকে ভবিষ্য়তের অধিনায়ক হিসেবে ধোনি তৈরি করেছেন বলে জানা যায়। ফলে আগামি আইপিএলে ধোনি খেললেও অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়কে অবাক হওয়ার কিছু থাকবে না।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 Auction: সিএসকে-তে ধোনি জমানা শেষ! ঠিক হয়ে গিয়েছে পরবর্তী অধিনায়ক? রয়েছে মহাচমক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল