IPL 2023: শরীরে শুধুই ক্রিকেট নেট! আইপিএলের আগেই উষ্ণতার পারদ চড়ালেন হট উর্ফি, দেখুন ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: আইপিএল জ্বরে মাতকে প্রস্তুত ক্রিকেট প্রেমিরা। শুক্রবার শুরু হচ্ছে আইপিএলের ১৬ তম মরসুম। তার আগে সব নজর কেড়ে নিলেন উর্ফি জাভেদ। ভাইরাল হল হট অবতারে উর্ফির নতুন ছবি।
advertisement
1/8

আইপিএল জ্বরে মাতকে প্রস্তুত ক্রিকেট প্রেমিরা। শুক্রবার শুরু হচ্ছে আইপিএলের ১৬ তম মরসুম। তার আগে সব নজর কেড়ে নিলেন উর্ফি জাভেদ।
advertisement
2/8
নানা রকমারি পোশাক পরে ছবি তোলায় উর্ফির যে জুড়ি মেলা ভার তা নতুন করা বলার অপেক্ষা রাখে না। আইপিএল শুরুর আগেও ফের ভাইরাল উর্ফি।
advertisement
3/8
আইপিএল শুরুর আগে যেই জিনিসকে পোশাক হিযেবে বেছে নিয়েছেন তা হল মোটা সবুজ নাইলনের জাল। যা অনেকটা ক্রিকেট অনুশীলনের নেটের মতই দেখতে।
advertisement
4/8
সেই নেট গায়ে জড়িয়ে নানা ভঙ্গিমায় ছবি তুলে নেটিজেনদের যে শুধু রাতের ঘুম কেড়েছেন উর্ফি জাভেদ তা নয়, দর দর ঘামছে নেট দুনিয়ার বাসিন্দারা।
advertisement
5/8
বরাবরের মতই নেট গায়ে জড়িয়েও সুপাকর হট অ্যান্ড সেক্সি দেখাচ্ছে উর্ভি জাভেদকে। নানা পোজে ছবি ইনস্টাতে শেয়ার করার পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
advertisement
6/8
নয়া অবতারে উর্ফি জাভেদের ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। মসকরা করে অনেকেই বলছেন আউপিএলের অ্যাটরাকশন অনেকটাই কেড়ে নিলেন হট উর্ফি।
advertisement
7/8
এর আগেও নানা সময়ে হট অবকারে নেট দুনিয়ারে ঘুম উড়িয়েছেন উর্ফি। পোশাক পরার থেকে পোশাক হীনতাই যেন উর্ফি জাভেদের ইউএসপি।
advertisement
8/8
এবার আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে উর্ফির এই নয়া অবতার সত্যিই উফ...বলছেন নেটিজেনরা।