TRENDING:

Sourav Ganguly: দিল্লির টানা ৪ হারে চিন্তিত সৌরভ! দলের রোগ কোথায় ওষুধ কী, জানালেন দাদা

Last Updated:
Sourav Ganguly: পরপর ৪টি ম্যাচ হেরে বর্তমানে লিগ টেবিলের লাস্ট বয় দিল্লি। এই পরিস্থিতিতে দিল্লি দ্রুত ঘুড়ে দাঁড়াতে না পারলে যে প্লে অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হবে। অনুশীলনে দলের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে দিতে কোনও খামতি রাখছেন রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
advertisement
1/6
দিল্লির টানা ৪ হারে চিন্তিত সৌরভ! দলের রোগ কোথায় ওষুধ কী, জানালেন দাদা
মরসুম শুরুর আগে থেকেই দিল্লি ক্যাপিটালস দল নিয়ে একাধিক ক্যাম্প করেছিলেন 'ডিরেক্টর অফ ক্রিকেট' সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু মরসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি দিল্লির। পরপর চারটি ম্যাচ হারতে হয়েছে ওয়ার্নারদের।
advertisement
2/6
প্রতিটি ম্যাচ হেরে বর্তমানে লিগ টেবিলের লাস্ট বয় দিল্লি। এই পরিস্থিতিতে দিল্লি দ্রুত ঘুড়ে দাঁড়াতে না পারলে যে প্লে অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হবে। অনুশীলনে দলের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে দিতে কোনও খামতি রাখছেন রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
advertisement
3/6
চতুর্থ ম্যাচ হারের পর দলের কী রোগ তা ধরতে পেরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সমস্যার সমাধানও বার করেছেন তিনি। সৌরভের মতে, দলে একাধিক তরুণ ক্রিকেটার থাকার কারণেই সাময়ীক এই সমস্যা। তরুণ ক্রিকেটারদের ছন্দ পেতে ও ভালো দল তৈরি হতে একটু সময় লাগছে।
advertisement
4/6
তবে আত্মবিশ্বাসের সঙ্গে খেললে যে ভালো পারফর্ম করা সম্ভব সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্লেয়ারদের দ্রুততাপ সঙ্গে ভুল শুধুরে নিতে হবে এবং তারজন্য কোচিং টিম যে কোনও সাহায্য করছে বলে জানিয়েছেন দাদা।
advertisement
5/6
দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। শনিবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে নামবে ওয়ার্নার ব্রিগেড। সেই ম্যাচে দলের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট।
advertisement
6/6
সৌরভ বলেছেন, ‘‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে। তবেই ভুল শোধরানো যাবে।’’
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly: দিল্লির টানা ৪ হারে চিন্তিত সৌরভ! দলের রোগ কোথায় ওষুধ কী, জানালেন দাদা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল