Arshdeep Singh: অর্শদীপ সিংয়ের বোলিংয়ে কি অখুশি বিসিসিআই? বোর্ডের বড় ক্ষতি করেছেন 'পঞ্জাব দ্য পুত্তর'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Arshdeep Singh: পঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে তােদের ঘরের মাঠে ১৩ রানে হারিয়ে দুরন্ত জয় পেয়েছিল। ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন বাঁ হাতি মিডিয়ান পেসার অর্শদীপ সিং।
advertisement
1/6

পঞ্জাব কিংস তাদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে তােদের ঘরের মাঠে ১৩ রানে হারিয়ে দুরন্ত জয় পেয়েছিল। ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন বাঁ হাতি মিডিয়ান পেসার অর্শদীপ সিং।
advertisement
2/6
মুম্বই ইন্ডিয়ান্সের দুই অন্যতম তারকা ব্যাটার ইশান কিশানকে ১ রানে ও ৫৭ রানের বিদ্ধংসী ইনিংস খেলার পর সূর্যকুমার যাদবকে আউট করেছিলেন অর্শদীপ সিং। আর ম্যাচের রুদ্ধশ্বাস শেষ ওভারে আজব ঘটনা ঘটান অর্শদীপ।
advertisement
3/6
শেষ ওভারে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজে আরও দুটি উইকেট নেন বাঁ হাতি মিডিয়াম পেসার। আর দুটিই বোল্ড করেন। আর অবিশ্বাস্য ব্যাপার হল দুটি বোল্ডেই মিডল স্টাম্প ভেঙে দু টুকরো করে দেন অর্শদীপ সিং।
advertisement
4/6
শেষ ওভারের তৃতীয় বলে আর্শদীপ তিলক বর্মাকে বোল্ড করেন। ৩ রান করে আউট হন তিলক। এরপরের বলে নেহাল ওয়াধেরাকেও একইভাবে আউট করেন আর্শদীপ। আর দুটো বলের ক্ষেত্রেই মিডল স্টাম্প ভেঙে দেন তিনি।
advertisement
5/6
এই কারণে বিসিসিআইকে বড় ক্ষতির মুখেও পড়তে হয়েছে। কারণ বর্তমানে আধুনিক প্রযুক্তি যুক্ত যে উইকেট ব্যবহার করা হয় সেই এক সেট এলইডি স্টাম্প এবং জিং বেলের দাম জানলে অবাক হবেন। বেল ও উইকেট নিয়ে প্রায় ২৪ লক্ষ টাকার বেশি।
advertisement
6/6
যদি এই উইকেটের একটি সেটের মধ্যে থেকে কোনও একটি খারাপ হয় তাহলে পুরো সেটটাই বদলাতে হয়। অর্শদীপ সেই উইকেট ভাঙার কাজ পরপর দুবার করেন। অর্থাৎ পঞ্জাব দ্য পুত্তররের জন্য বিসিসআইয়েপ প্রায় ৫০ লক্ষ টাকার কাছাকাছি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।