IPL 2023: আইপিএলে এরা কার্যত অসাধ্য সাধন করেছেন, তালিকায় ৪ জনই ভারতীয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023: ৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬তম মরসুম। ফের একবার হাড্ডাহাড্ডি টি-২০ ক্রিকেটের আনন্দে মাততে প্রস্তুত গোটা দেশ থেকে বিশ্ব। তার আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে সেরা কিছু রেকর্ড।
advertisement
1/5

ক্রিকেটকে অনেক দিন আগে বিদায় জানালেও আইপিএলে সবথেকে বেশি মেডেন ওভার করার রেকর্ড এখনও তাঁর দখলে। তিনি প্রবীণ কুমার। ১১৯টি আইপিএল ম্যাচ খেলে তিনি ১৪টি মেডেন ওভার করেছেন।
advertisement
2/5
আইপিএলে সবথেকে বেশি মেডেন ওভার করা বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। একাধিক দল মিলিয়ে তিনি এখনও ১৪৬টি আইপিএল ম্যাচ খেলেছেন। মেডেন ওভার করেছেন ১১টি।
advertisement
3/5
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরও এক প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার ইরফান পাঠান। একাধিক দলের হয়ে তিনি আইপিএলে মোট ১০৩টি ম্যাচ খেলেছিলেন। ১০টি মেডেন ওভার রয়েছে এই বাঁ হাতি পেসারের।
advertisement
4/5
আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় থাকার পাশাপাশি মেডেন ওভার করার তালিকাতেও চতুর্থ স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। ১২২টি আইপিএল ম্যাচ খেলে ৮টি মেডেন ওভার মালিঙ্গার।
advertisement
5/5
সবথেকে বেশি মেডেন ওভার করার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরা। ১২০টি ম্যাচে এখনও পর্যন্ত ৮টি মেডেন ওভার করেছেন। এবার চোটের কারণে খেলতে পারবেন না তিনি।