TRENDING:

Shakib Al Hasan: কেন কেকেআরে খেলবেন না শাকিব আল হাসান, অবশেষে জানা গেল আসল কারণ

Last Updated:
Shakib Al Hasan: একেই প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৬ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু তার আগে শাকিব আল হাসানকে গোটা আইপিএলে না পাওয়া যাওয়ার খবরে বড় ধাক্কা কেকেআর শিবিরে।
advertisement
1/6
কেন কেকেআরে খেলবেন না শাকিব আল হাসান, অবশেষে জানা গেল আসল কারণ
একেই প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরদ্ধে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৬ তারিখ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর।
advertisement
2/6
কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে জোর ধাক্কা খেতে হয়েছে কেকেআরকে। এইবার পুর আইপিএলে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে না পাওয়াটা এসকপ্রকার নিশ্চিৎ। যদিও সরকারি ঘোষণা হয়নি এখনও।
advertisement
3/6
শাকিব পাওয়া যাবে কি না তা নিয়ে বিগত কিছু দিন ধরেই নানা জল্পনা কল্পনা চলছিল। তারপর কেকেআরের তরফ থেকেই জানতে চাওয়া হয় তিনি খেলবেন কিনা? তার পরিবর্তে অন্য ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা।
advertisement
4/6
advertisement
5/6
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট রয়েছে। তারপর আয়ারল্যান্ডে আগামী ৯, ১২ এবং ১৪ মে তিনটি ওডিআই রয়েছে। বাংলাদেশ বোর্ড চাইছে শাকিব দলের সঙ্গে থাকুক। ফলে জাতীয় দলের খেলার জন্যই সময় হয়ে উঠবে না শাকিবের।
advertisement
6/6
এছাড়াও আরএ একটি কারণ যেটা হল পারিবারিক। যার জন্য আইপিএল খেলা এবার সম্ভাব হচ্ছে না শাকিবের। তবে পারাবিরাক কারণ কী সেটা খোলাসা করে বলেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।
বাংলা খবর/ছবি/খেলা/
Shakib Al Hasan: কেন কেকেআরে খেলবেন না শাকিব আল হাসান, অবশেষে জানা গেল আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল