মুম্বই কাঁটা উপড়োতে ব্যর্থ কেকেআর, কীভাবে ম্যাচের রাশ হারাল কেকেআর, দেখুন ছবিতে
Last Updated:
advertisement
1/10

৮ এপ্রিল ২০১৫-র খুশি আর ফিরিয়ে আনা হল না কেকেআরের ৷ ইডেনের মাঠে আরও একটা হারের সাক্ষী হয়ে রইল তারা ৷ বেগুনি চিয়ার গার্লদের এই নাচ টিকে রইল না শেষ অবধি ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
2/10
শুরুটা অবশ্য মন্দ হয়নি ৷ টসে জিতে পছন্দের ফিল্ডিংটাই নিয়েছিলেন কেকেআর অধিনায়ক ৷ নাইট ব্রিগেড থেকে যাওয়ার সূর্যকুমার যাদবকে অন্যদিনের মতো ভয়ঙ্কর হতে দেননি পীযূষ চাওলা ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
3/10
তিনিই মুম্বইয়ের দুই ওপেনারকে প্যাকআপ করে দেন ৷ এদিন তিনিই নাইটদের হয়ে সফলতম বোলার ৷ তুলে নেন তিনটি উইকেট ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
4/10
ইডেন যাঁর পয়া মাঠ সেই রোহিত শর্মাও এদিন চেষ্টা ভালোই করেছিলেন, তবে বিষাক্ত হয়ে উঠতে পারেননি তিনিও ৷ ৩১ বলে ৩৬ রান করে প্রসীদ কৃষ্ণার শিকার তিনি ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
5/10
তবে এদিনের সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিলেন ইশান কিষাণ ৷ এই তরুণের ধামাকা ২১ বলে ৬২ রান করে কলকাতার বোলিংকে ক্লাব স্তরে নামিয়ে আনলেন তিনি ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
6/10
এই সব রানের সৌজন্যে মুম্বই ৬ উইকেটে ২১০ রানের একটা বড় স্কোর খাড়া করেন ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
7/10
এদিকে একে বিশাল রান, তারওপর মুম্বইয়ের বিরুদ্ধের পরিসংখ্যান দুইয়ের চাপ নিয়েই মাথায় নামে কেকেআর ৷ আর দলের মাত্র ৪ রানের মাথায় প্যাভিলিয়নের রাস্তা ধরেন নারিন ৷ হাসি মিলিয়ে যেতে শুরু করে জুহির মুখ থেকে ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
8/10
দলের হয়ে সর্বোচ্চ স্কোর ক্রিস লিন ও নীতিশ রানার দুটি ২১ ৷ কিন্তু মুম্বইয়ের বড় রান তাড়া করার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
9/10
নাইটদের কাহিনি – শুধুই আয়ারাম-গয়ারামের ৷ এক এক করে আন্দ্রে রাসেল,দীনেশ কার্তিকরা এলেন আর ফিরে গেলেন ৷ আর মুম্বই ক্যাম্প ভাসল আনন্দের জোয়ারে ৷ Photo Courtesy : IPL/BCCI
advertisement
10/10
আসলে মুম্বইয়ে-র বাসিন্দা কলকাতার দুই মালিক শাহরুখ ও জুহির মুম্বই এনকাউন্টার বোধহয় কপালে নেই ৷ আর তাই মাঠে হাজির হয়েও বাদশাকে হার সঙ্গী করেই ফিরতে হল ৷ Photo Courtesy : IPL/BCCI