IPL2019: আইপিএলে চিয়ারলিডারদের তো দেখেছেন, জানেন এদের রোজগার কত?
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

আইপিএল মানেই খেলার সঙ্গে রং-বেরং বিনোদন ফ্রি ৷ আর তার কারণই হল আইপিএলের মাঠে যৌবন উচ্ছ্বল চিয়ারলিডারদের শরীরী ভঙ্গি কিংবা নাচ ৷ যা কিনা খেলার উৎসাহকে আরও তিনগুণ করে দেয় ৷
advertisement
2/6
আইপিএল যখন প্রথম শুরু হয়েছিল, তখন থেকেই নজর কেড়েছিল চিয়ারলিডাররা ৷ ছোটো পোশাকে মাঠের এক প্রান্তে পমপম হাতে চিয়ারলিডারদের এই নাচ যুবকদের মনে হিল্লোল তুলেছিল ৷ এমনকী, চিয়ারলিডারদের বেছে নেওয়ার আলাদা এক প্রক্রিয়াও ছিল ৷
advertisement
3/6
তবে আইপিলের মাঠে চিয়ারলিডারদের এই নাচকে অনেকেই সমালোচনা করেছিলেন, অনেকে মনে করেছিলেন এটি অপসংস্কৃতি ৷ বিতর্কও উঠেছিল অনেক ৷ তবে সে সব এখন ইতিহাস ৷ বরং যত দিন যাচ্ছে আইপিএলের আকর্ষণ বেড়েই চলছে ৷ আর এ কাজে চিয়ারলিডারদের গুরুত্বকে অস্বীকার করা যায় না ৷ কিন্ত কোথা থেকে আসে এই চিয়ারলিডার ? কতই বা টাকা রোজগার করেন তাঁরা ?
advertisement
4/6
মূলত বিদেশ থেকেই আনা হয় এই চিয়ারলিডারদের ৷ তবে এখন ভারতেও বেশ কিছু এজেন্সি রয়েছে যারা দেশিয় মেয়েদের মধ্যে থেকেই তুলে আনেন চিয়ারলিডার ৷ মূলত, কোনও ডান্স গ্রুপ থেকেই উঠে আসেন এই চিয়ারলিডাররা ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইউক্রেন, রাশিয়া, নেদারল্যান্ডস থেকে এদেশে উড়ে আসেন চিয়ারলিডাররা ৷
advertisement
5/6
এক ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, চিয়ারলিডারদের অতি অবশ্যই উচ্চতায় হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চির বেশি ৷ শারীরিক গঠন হতে হবে ছিপছিপে ৷ বেশি মেদযুক্ত শরীরে কখনই হতে পারবেন না চিয়ারলিডার ৷
advertisement
6/6
জানা গিয়েছে, চিয়ারলিডারদের রোজগার ম্যাচ প্রতি ১২ হাজার টাকা ৷ দল ম্যাচ জিতলে এক্সট্রা হিসেবে যোগ হবে আরও ৭ হাজার টাকা ৷ আলাদা ফটোশ্যুট হলে যোগ আরও ৫ হাজার টাকা ৷ ম্যাচ ছাড়াও অন্য কোথাও যেতে হলে দিতে আরও ৫ হাজার টাকা ৷ তবে ফাইনালে দল উঠলে, রোজগার হবে আরও দ্বিগুন ৷