TRENDING:

Lionel Messi: ইন্টার মায়ামিতে কীভাবে হল 'মেসি বরণ', রইল সেরা ছবির অ্যালবাম

Last Updated:
Lionel Messi: অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে 'লিওনেল মেসি, বিশ্বের সেরা ১০ নম্বরকে স্বাগত'-বলতেই ২২ হাজার দর্শকের গর্জন হার মানায় লক্ষাধিক দর্শকের আওয়াজকেও। মাঠের বাইরেও তখন শুরু হয়ে গিয়েছে উৎসব।
advertisement
1/6
Lionel Messi: ইন্টার মায়ামিতে কীভাবে হল 'মেসি বরণ', রইল সেরা ছবির অ্যালবাম
ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। অবশেষে ভারতীয় সময় সোমবার ৬টা ৩০ মিনিটের কিছু পরে মেসিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল আমেরিকার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।
advertisement
2/6
ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ঝড়-বষ্টির কারণে তা পিছিয়ে যায়। তারপরও প্রিয় তারকাকে স্বাগত জানানোর উচ্ছ্বাস-উদ্দীপনার কোনও কমতি ছিল না ফ্যানেদের।
advertisement
3/6
আতসবাজির রোশনাই, দর্শকদের গর্জন, নাচে-গানে 'মেসি বরণ' করা হয় ইন্টার মায়ামির তরফ থেকে। মেসিকে আলিঙ্গন করতে দেখা যায় ডেভিড বেকহ্যামকে। মেসিকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি।
advertisement
4/6
আত্মপ্রকাশে এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। সকলকে ধন্যবাদ জানান। কোনও ট্রফি জয়ের কথা না বলে সোজাসুজি দিলেন দলের হয়ে ১০০ শতাংশ উজার করে দেওযার প্রতিশ্রুতি।
advertisement
5/6
শুধু মেসি নয়, এদিন ইন্টার মায়ামির তরফ থেকে স্বাগচ জানানো হয় আরও এক তারকা প্লেয়ার সার্জিও বুস্কেটসকে। ফলে বার্সার পর ফের একবার মায়ামিতে দেখা যাবে মেসি ও বুস্কেটসের যুগলবন্দি।
advertisement
6/6
বেকহ্যামও বিশ্বের সেরা ফুটবলার তাদের ক্লাবে আসায় ফ্যানেদের এই মুহূর্ত উপভোগ করার পরামর্শ দেন। আগামি কয়েক দিন ফ্লোরিডা জুড়ে যে উৎসবের আবহ থাকবে তা বলাই যায়।
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi: ইন্টার মায়ামিতে কীভাবে হল 'মেসি বরণ', রইল সেরা ছবির অ্যালবাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল