Lionel Messi: ইন্টার মায়ামিতে কীভাবে হল 'মেসি বরণ', রইল সেরা ছবির অ্যালবাম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lionel Messi: অনুষ্ঠানের মূল মঞ্চ থেকে 'লিওনেল মেসি, বিশ্বের সেরা ১০ নম্বরকে স্বাগত'-বলতেই ২২ হাজার দর্শকের গর্জন হার মানায় লক্ষাধিক দর্শকের আওয়াজকেও। মাঠের বাইরেও তখন শুরু হয়ে গিয়েছে উৎসব।
advertisement
1/6

ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। অবশেষে ভারতীয় সময় সোমবার ৬টা ৩০ মিনিটের কিছু পরে মেসিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল আমেরিকার ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।
advertisement
2/6
ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ঝড়-বষ্টির কারণে তা পিছিয়ে যায়। তারপরও প্রিয় তারকাকে স্বাগত জানানোর উচ্ছ্বাস-উদ্দীপনার কোনও কমতি ছিল না ফ্যানেদের।
advertisement
3/6
আতসবাজির রোশনাই, দর্শকদের গর্জন, নাচে-গানে 'মেসি বরণ' করা হয় ইন্টার মায়ামির তরফ থেকে। মেসিকে আলিঙ্গন করতে দেখা যায় ডেভিড বেকহ্যামকে। মেসিকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি।
advertisement
4/6
আত্মপ্রকাশে এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। সকলকে ধন্যবাদ জানান। কোনও ট্রফি জয়ের কথা না বলে সোজাসুজি দিলেন দলের হয়ে ১০০ শতাংশ উজার করে দেওযার প্রতিশ্রুতি।
advertisement
5/6
শুধু মেসি নয়, এদিন ইন্টার মায়ামির তরফ থেকে স্বাগচ জানানো হয় আরও এক তারকা প্লেয়ার সার্জিও বুস্কেটসকে। ফলে বার্সার পর ফের একবার মায়ামিতে দেখা যাবে মেসি ও বুস্কেটসের যুগলবন্দি।
advertisement
6/6
বেকহ্যামও বিশ্বের সেরা ফুটবলার তাদের ক্লাবে আসায় ফ্যানেদের এই মুহূর্ত উপভোগ করার পরামর্শ দেন। আগামি কয়েক দিন ফ্লোরিডা জুড়ে যে উৎসবের আবহ থাকবে তা বলাই যায়।