India vs South Africa: ফাইনালের মঞ্চে বিশ্বকাপে অভিষেক হবে ভারতের নতুন ব্যাটারের? সবথেকে বড় চমক দেবে টিম ইন্ডিয়া! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa T20 World Cup 2024 Final: শনিবার টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনে হবে মেগা ফাইনাল। ফাইনালে দলে বড় চমক দিতে পারে টিম ইন্ডিয়া।
advertisement
1/6

শনিবার টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের ব্রিজটাউনে হবে মেগা ফাইনাল। ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বসেরা হওয়ার যুদ্ধ।
advertisement
2/6
ফাইনালে নামার ভারতীয় দলের চিন্তা হল বিরাট কোহলির অফ ফর্ম একইসঙ্গে ওপেনিং জুটির বড় রান না পাওয়া। টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু করছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত চূড়ান্ত ফ্লপ বিরাট।
advertisement
3/6
প্রতিযোগিতার ৭ ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ৭৫ রান। সর্বোচ্চ স্কোর ৩৭। এখনও পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করে একবারও অর্ধশতরানের পার্টনারশিপ করতে পারেননি বিরাট কোহলি। সেই জায়গায় একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলছেন রোহিত।
advertisement
4/6
কোহলির লাগাতার অফ ফর্মের ফলে ফাইনালে ভারতীয় দলের ব্যাটিংয়ে বড় পরিবর্তন হতে পারে। রোহিত শর্মার সঙ্গে ওপেন নামতে পারেন অন্য কেউ। যিনি এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটিও ম্যাচ খেলেননি।
advertisement
5/6
ফাইনালে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন যশস্বী জয়সওয়াল। প্রথম কোনও বিশ্বকাপের মঞ্চে ম্যাচ খেলতে পারেন বাঁ হাতি তরুণ তারকা। তবে বিরাট কোহলির দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই।
advertisement
6/6
তাহলে প্রশ্ন উঠতে পারে কার জায়গায় খেলবেন যশস্বী জয়সওয়াল। মনে করা হচ্ছে শিবম দুবের জায়গায় খেলতে পারেন যশস্বী। প্রতিযোগিতায় এমন কোনও আহামরি পারফরম্যান্স নয় দুবের। বোলিংও করছেন না। ফলে যশস্বীকে ওপেনে এনে কোহলিকে ৩ নম্বরে তাঁর নিজস্ব জায়গায় নামানো হতে পারে।