TRENDING:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

Last Updated:
রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ। লাগাতার তৃতীয় জয় পেতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অপরদিকে চ্যালেঞ্জ দিতে তৈরি রাবাডারা। ম্যাচের আগে দেখে নিন কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ।
advertisement
1/11
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা- পাকিস্তানের বিরুদ্ধে রান না পাওয়ার পর রোহিত শর্মাকে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করে সকলকে স্বস্তি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলকে ভালো শুরু দেওয়াই লক্ষ্য।
advertisement
2/11
কেএল রাহুল- পরপর দুটি ম্যাচে ফ্লপ করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে কেএল রাহুল আরও একবার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। প্রোটিয়াদের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া রাহুল। এই ম্যাচে রান না পেলে সমস্যা আরএ বাড়বে রাহুলের।
advertisement
3/11
বিরাট কোহলি- টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে পররর দুটি অর্ধশতরান ও অপরাজিত। সেই চেনা ছন্দে একের পর এখ শট খেলছেন বিরাট। প্রোটিয়াদের বিরুদ্ধেও বড় রান করাই লক্ষ্য কোহলির।
advertisement
4/11
সূর্যকুমার যাদব- পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি। তবে নেদারল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় সূর্যকুমারকে। অর্ধশতরানও করেন। দঃ আফ্রিকার বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য সূর্যের।
advertisement
5/11
হার্দিক পান্ডিয়া- পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেছিলেন হার্দিক পান্ডিয়া। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ৪০ রান। ডাচদের বিরুদ্ধে তাকে খুব একটা দরকার না পড়লেও প্রোটিয়াদের বিরুদ্ধে সেরাটা দিতে মরিয়া হার্দিক।
advertisement
6/11
দীনেশ কার্তিক- ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধেও খেলার সম্ভাবনা বেশি দীনেশ কার্তিকের। সুযোগ আসলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ডিকে।
advertisement
7/11
অক্ষর প্যাটেল- পাকিস্তানের বিরুদ্ধে এক ওভার বল করেছিলেন অক্ষর প্যাটেল। তিনটি ছয় খেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে নেদরল্যান্ডসের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন। তা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী বাঁ হাতি স্পিনার।
advertisement
8/11
রবিচন্দ্রন অশ্বিন- পাকিস্তানের বিরুদ্ধে উইনিং রান এসেছিল রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে। দ্বিতীয় ম্যাচে বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। এবার প্রোটিয়াদের বিরুদ্ধেও স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত অশ্বিন।
advertisement
9/11
ভুবনেশ্বর কুমার- টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম েসরা অস্ত্র ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে সাফল্য এনে দিতে মরিয়া ভুবি।
advertisement
10/11
মহম্মদ শামি- বুমরার পরিবর্তে দলে এসে দারুণ পারফর্ম করছেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্থের উইকেটে রোহিতের বড় অস্ত্র হয়ে উঠতে পারেন শামি। আগুন ঝরাতে প্রস্তুত তিনিও।
advertisement
11/11
অর্শদীপ সিং- পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ উইকেট। ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে স্বপ্নের ফর্মে অর্শদীপ সিং। প্রোটিয়াদের বিরুদ্ধেও দলকে সাফল্য এনে দিতে মরিয়া বাঁ হাতি মিডিয়াম পেসার।
বাংলা খবর/ছবি/খেলা/
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে থাকছে কোন চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল