Shaheen Afridi: ‘আমরা প্রস্তুত...’ ! এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতের উদ্দেশ্যে শাহিন আফ্রিদির বার্তা ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shaheen Afridi's 3-Word Message For India: রবিবার দুবাইতে ভারত ও পাকিস্তানের মধ্যের ম্যাচটি এশিয়া কাপের ইতিহাসে বিশেষ, এই প্রথম এশিয়া কাপে ভারত আর পাকিস্তান মুখোমুখি হবে।
advertisement
1/4

যা দেখা যাচ্ছে, দুর্গাপুজো জমে যাবে! এক দিকে ঢাক বাজবে, অন্য দিকে উইকেট পড়ার উত্তেজনা। হাতে ধুনুচি ঘুরবে না বল- তা নিয়ে সংশয়ে ভুগবে বাঙালি! আসলে, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার, পাকিস্তান বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ২০২৫ সালের এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তান ভারতের মুখোমুখি হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল খেলা রবিবার, ২৮ সেপ্টেম্বর হবে দুবাইয়ে ৷
advertisement
2/4
ম্যাচ সেরার পুরস্কার জেতার পর শাহিনকে ভারতের বিপক্ষে ফাইনাল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলকে সতর্ক করে বলেন, ‘আমরা প্রস্তুত’! ম্যাচ-পরবর্তী সময়েও পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, ‘‘আমরা যে কাউকে হারানোর জন্য যথেষ্ট ভাল দল। আমরা রবিবার ফিরে আসব এবং সেটা করারই চেষ্টা করব।’’
advertisement
3/4
এশিয়া কাপে প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল রবিবার দুবাইতে ভারত ও পাকিস্তানের মধ্যের ম্যাচটি এশিয়া কাপের ইতিহাসে বিশেষ, এই প্রথম এশিয়া কাপে ভারত আর পাকিস্তান মুখোমুখি হবে। বলে রাখা ভাল, ভারত এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। মেন ইন ব্লু গত ১৬টি সংস্করণে ৮ বার জিতেছে। অন্য দিকে, পাকিস্তান এখনও পর্যন্ত দুটি এশিয়া কাপ (২০০০, ২০১২) জিতেছে।
advertisement
4/4
২০২৫ সালের এশিয়া কাপে,ভারত এবং পাকিস্তান দু'বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং সব সময়েই ভারত সলমন আলি আঘার নেতৃত্বাধীন দলকে হারাতে সক্ষম হয়েছে। ১৪ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত গ্রুপ এ ম্যাচে ভারত ৭ উইকেটে জয়লাভ করে এবং ২১ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত সুপার ৪-এর ম্যাচে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারায়। সন্দেহ নেই যে মেন ইন ব্লু এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে এবং নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়তে চাইবে! Photo: AP