India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালের আগে দুই তারকার চোট! প্রবল দুশ্চিন্তায় ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Pakistan Asia cup Final: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নামার আগে চিন্তায় ভারতীয় শিবির। ফাইনালে ওই দুই তারকাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
advertisement
1/5

পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে নামার আগে চিন্তায় ভারতীয় শিবির। ফাইনালে ওই দুই তারকাকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
advertisement
2/5
দুই ক্রিকেটার হলেন অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া। দুজনেই শ্রীলঙ্কা ম্যাচে পুরো সময়ে মাঠে থাকতে পারেননি। হার্দিক মাত্র ১ ওভার বল করেন ওই ম্যাচে।
advertisement
3/5
দু'জনেরই পেশিতে টান ধরার সমস্যা রয়েছে। দু'জনই ভারতের গুরুত্বপূর্ণ সদস্য, ফাইনালে না খেললে ভারতীয় দলের জন্য চিন্তার।
advertisement
4/5
ম্যাচের পরে বোলিং কোচ জানিয়েছিলেন শুক্র এবং শনিবার সকালে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, তবে চোট যে গুরুতর নয় তা-ও জানান মর্কেল।
advertisement
5/5
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। ফাইনালে পাকিস্তান ম্যাচে তিনি অবশ্যই ফিরবেন। আহামরি কিছু করে দেখাতে না পারলেও ম্যাচে ফিরতে পারেন শিবম দুবে।