Ind vs Eng: ২ ক্রিকেটারের অভিষেক! ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে মহাচমক! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 2nd Test Probable 11: একদিকে প্রথম ম্যাচে হার। তারউপর দ্বিতীয় ম্যাচে চোটের কারণে পাওয়া যাবে না তারকা ব্যাটার কেএল রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলিও। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
advertisement
1/5

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হায়দরাবাদে ১৯০ রানের লিড নেওয়ার পরও ভারতের হার অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ঘরের মাঠে এমন লজ্জাজনক হার দ্বিতীয় ম্যাচে রোহিতের উপর চাপ অনেকটাই বাড়াবে। (Photo Courtesy- AP)
advertisement
2/5
একদিকে প্রথম ম্যাচে হার। তারউপর দ্বিতীয় ম্যাচে চোটের কারণে পাওয়া যাবে না তারকা ব্যাটার কেএল রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলিও। ফলে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জোর জল্পনা। (Photo Courtesy- AP)
advertisement
3/5
দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের জন্য মোট ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার জায়গায় দলে এসেছেন ৩ ক্রিকেটার। প্রাথমিক দলে রয়েছেন সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর। (Photo Courtesy- AP)
advertisement
4/5
এখনও পর্যন্ত যা খবর তাতে দ্বিতীয় টেস্টে ২ জন ভারতীয় ক্রিকেটারের অভিষেক হতে পারে। সেই তালিকায় নাম রয়েছে ৩ জনের। সৌরভ কুমার, রজত পাতিদার ও সরফরাজ খানের মধ্যে যে কোনও ২ জনের অভিষেক হওয়ার সম্ভাবনা খুব বেশি। (Photo Courtesy- AP)
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, যশশ্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার / সরফরাজ খান, কেএস ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব / সৌরভ কুমার / ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। (Photo Courtesy- AP)