advertisement
1/5

তিনি যখন একবার ব্যাটিংয়ে ছন্দ পেয়ে যান ৷ তখন বিশ্বের তাবড় তাবড় বোলারদেরও তাঁকে আউট করতে নাকানিচোবানি খেতে হয় ৷ চলতি এশিয়া কাপে ঠিক যেন তেমনটাই ঘটছে ৷ কারণ ব্যাটিংয়ে ছন্দটা পাকিস্তান ম্যাচ থেকেই পেয়ে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ দুবাইয়ের মন্থর বাইশ গজে যখন অধিকাংশ ব্যাটসম্যানই রান করতে সমস্যায় পড়ছেন, তখন রোহিতকে কিন্তু একেবারে আলাদা মেজাজেই পাওয়া যাচ্ছে প্রতি ম্যাচে ৷ শটস খেলছেন নিজের স্টাইলেই ৷ এদিনও শেষপর্যন্ত ৮১ রান করে অপরাজিত থাকলেন ৷ দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ৷ বাংলাদেশের ১৭৪ রান তাড়া করতে নেমে ৮২ বল বাকী থাকতেই ৭ উইকেটে সুপার ফোরের প্রথম ম্যাচ জিতল ভারত ৷ Photo Courtesy: ICC/Twitter Handle
advertisement
2/5
পরপর দু’দিন দুটি আলাদা শহরে ম্যাচ খেলতে হচ্ছে বলে টুর্নামেন্টের সূচি নিয়ে একটা ক্ষোভ বাংলাদেশ ক্রিকেটারদের ছিলই ৷ বৃহস্পতিবার আফগানদের বিরুদ্ধে উড়ে যাওয়ার পর এদিন ভারতের বিরুদ্ধেও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি মাশরাফি ব্রিগেড ৷ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন তারা ৷ শেষপর্যন্ত ৯ নম্বরে নামা মেহদি হাসান মিরাজের ৪২ এবং অধিনায়ক মাশরাফির ২৬ রানের সৌজন্যে কোনওক্রমে দেড়শোর গণ্ডী টপকায় বাংলাদেশ ৷ যে টার্গেটে পৌঁছতে খুব একটা বেগ পেতে হয়নি রোহিত ব্রিগেডকে ৷
advertisement
3/5
দলে প্রত্যাবর্তনেই এদিন চমক দেখালেন রবীন্দ্র জাদেজা ৷ হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য ছিটকে না গেলে হয়তো এই ম্যাচ তাঁর খেলাই হত না ৷ ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
4/5
জাদেজার পাশাপাশি এদিন ৩টি করে উইকেট নেন ভুবনেশ্বর এবং বুমরাহ ৷ Photo Courtesy: BCCI/Twitter Handle
advertisement
5/5
রোহিতের অপরাজিত ৮১ রানের পাশাপাশি এদিন ৪০ রান করেন শিখর ধাওয়ান ৷