IND vs AUS: বিশাখাপত্তনমে চূর্ণ রোহিত-কোহলিদের গর্ব, একাধিক লজ্জার রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
- Published by:Sudip Paul
Last Updated:
IND vs AUS: বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্ম্ুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে বিনা উইকেটে রান তুলে নেয় অজিরা।
advertisement
1/6

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে লজ্জার হারের সম্ম্ুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে বিনা উইকেটে রান তুলে নেয় অজিরা।
advertisement
2/6
এই হারের ফলে একাধিক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের ইতিহাসে বিশাখাপত্তনমে করা ১১৭ রান সবথেকে কম স্কোর ভারতীয় দলের।
advertisement
3/6
এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয়বার হারল ভারত। এদিনের বিশাখাপত্তনম ম্যাচের আগে ২০২০ সালে মুম্বইতে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল অজিরা। অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা ভারতকে ভারতের মাটিতে ১০ উইকেটে হারিয়ছে।
advertisement
4/6
বল বাকি থাকার নিরিখে এটিই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের সব থেকে বড় হার। বিশাখাপত্তনমে ভারতকে ৩৯ ওভার অর্থাৎ, ২৩৪ বল বাকি থাকতে পরাজিত করে অস্ট্রেলিয়া। এত বেশি বল বাকি থাকতে আগে কখনও ওয়ান ডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া।
advertisement
5/6
৩ বছরের মধ্যে এই নিয়ে চারবার সাদা বলের ক্রিকেটে ১০ উইেটে হারের মুখ দেখল ভারতীয় দল। এরমদধ্যে দুবাপই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একবার পাকিস্তান ও একবার ইংল্যান্ডের বিরুদ্ধে। যেই রেকর্ড আগে ছিল না ভারতের।
advertisement
6/6
১০০ ওভারের খেলা শেষ মোট ৩৭ ওভারে। ভারত ২৬ ওভার ব্যাট করেছিল। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ১১ ওভার। অর্থাৎ ওডিআই ক্রিকেটের একটি ইনিংসের সময়ও লাগেনি। একটি টি-২০ ম্যাচের থেকেও কম।