India vs Australia 1st ODI: নেই রোহিত-কোহলি-হার্দিক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে থাকতে পারে কোন চমক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Australia 1st ODI: বিশ্বকাপের আগে শেষ সিরিজ। এশিয়া কাপ জয়ের হ্যাংওভার কাটিয়ে শুক্রবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল।
advertisement
1/8

এশিয়া কাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার সামনে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে ৩ ম্যাচের একদিনের সিরিজে ৫ বারের বিশ্বজয়ীদের মুখোমুখি হবে ভারত। মোহালিতে হবে প্রথম ওডিআই।
advertisement
2/8
এই সিরিজের প্রথম ২ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে দলের ৩ প্রধান তারকা অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। ২০ মাস পর একদিনের দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন।
advertisement
3/8
এছাড়া দলে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। ফলে বিশ্বকাপের আগে এই সিরিজের প্রথম ২টি ম্যাচে দলের সব ক্রিকেটারদের দেখে নেওয়া সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে সকলের নজর থাকবে অশ্বিনের উপর।
advertisement
4/8
রোহিত, কোহলি, হার্দিকের অনুপস্থিতিতে মোহালিতে প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশে কারা সুযোগ পাবে তা নিয়ে রয়েছে জল্পনা। তবে কিছু প্লেয়ারের ক্ষেত্রে এই ২ ম্যাচ বিশ্বকাপের আগে শেষ সুযোগ হতে পারে। সেই তালিকায় রয়েছে সূর্যকুমার যাদবের নাম।
advertisement
5/8
পাশাপাশি ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন তা নিয়েও রয়েছে জল্পনা। কারণ দলে রয়েছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদবরা। ফলে দুই না ৩ স্পিনার খেলায় ভারত সেটাও দেখার।
advertisement
6/8
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (কে এল রাহুল), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
advertisement
7/8
অপরদিকে, অস্ট্রেলিয়া দলেও রয়েছে চোট সমস্যা। তারউপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে থেকে একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ব্যাগি গ্রিনদের। শেষ ৩টি ম্যাচ পরপর হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে প্রথম ম্যাচে অজিদের প্রথম একাদশ নিয়েও রয়েছে জল্পনা।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স (অধিনায়ক), জস হ্যাজেলউড।