TRENDING:

৬ ম্যাচ জিতেও টেনশনে টিম ইন্ডিয়া, এই সমস্যা না মেটালে বিশ্বকাপে টেনশন বাড়বে রোহিতদের

Last Updated:
ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেলেও টিম ইন্ডিয়াকে প্রথমবার এমন সমস্যার মুখে পড়তে হল, যার ভয় ভক্তদের আগে থেকেই ছিল। অধিনায়ক রোহিত শর্মাকে অবিলম্বে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। না হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ম্যাচে ঝামেলা বাড়তে পারে।
advertisement
1/6
৬ ম্যাচ জিতেও টেনশনে টিম ইন্ডিয়া, এই সমস্যা না মেটালে বিশ্বকাপে চাপ রোহিতদের
২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স ভারতের। স্বপ্নের ফর্মে রয়েছেন কোহলি, রোহিতরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – সব বিভাগেই ভেলকি দেখাচ্ছে মেন ইন ব্লু। দাপটের সঙ্গে জিতেছে টানা ৬ ম্যাচ। রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ডকে একতরফাভাবে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নিল ভারত। Photo Courtesy: BCCI/X
advertisement
2/6
ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেলেও টিম ইন্ডিয়াকে প্রথমবার এমন সমস্যার মুখে পড়তে হল, যার ভয় ভক্তদের আগে থেকেই ছিল। অধিনায়ক রোহিত শর্মাকে অবিলম্বে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। না হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ম্যাচে ঝামেলা বাড়তে পারে। Photo Courtesy: BCCI/X
advertisement
3/6
আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত সব ম্যাচ জিতেছে একটাই দল। সেটা ভারত। কোহলিরা ছাড়া বিশ্বকাপে খেলা ৯টি দলই কোনও না কোনও ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। এরপর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের ধারা অব্যাহত। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেও দুশ্চিন্তা কাটেনি টিম ইন্ডিয়ার। কারণটা এমন যা নিয়ে ভক্তরা আগে থেকেই চিন্তায় ছিলেন। Photo Courtesy: BCCI/X
advertisement
4/6
জেতার পরেও কীসের টেনশন: প্রথম পাঁচটা ম্যাচেই রান তাড়া করে জেতে ভারত। টপ অর্ডারের প্রত্যেকেই রান পেয়েছেন। কোহলি, রোহিত তো বটেই, কেএল রাহুলও ফর্মে রয়েছেন। ভারত অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে, আফগানিস্তানকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৭ উইকেটে, বাংলাদেশকে ৭ উইকেটে এবং নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার টসে হেরে শুরুতে ব্যাট করতে যায় ভারত। আর তাসের ঘরের মতো ভেঙে পড়ে টপ অর্ডার। Photo Courtesy: BCCI/X
advertisement
5/6
স্কোর বোর্ডে ওঠে মাত্র ২২৯ রান। রোহিত ছাড়া বাকিরা ব্যর্থ। কোহলি খাতাই খুলতে পারেননি। শুভমন গিল, রাহুলদের অবস্থাও তথৈবচ। পরের ম্যাচগুলোতে ভারত আগে ব্যাট করে যদি বড় রান তুলতে না পারে তাহলে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াবে। Photo Courtesy: BCCI/X
advertisement
6/6
বোলাররা সফল, ব্যাটাররা এখনও নিজেদের প্রমাণ করতে পারেনি: অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে, পাকিস্তানকে ১৯১ রানে বেঁধে রাখে ভারত। বাংলাদেশ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা যথাক্রমে ২৫৬, ২৭২ এবং ২৭৩ রান তুলেছিলেন। কোহলি, রোহিতরা এখনও স্কোর বোর্ডে ৩০০ রানের পাহাড় চাপাতে পারেননি। সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ৪ বার এবং অস্ট্রেলিয়াও ৪ বার ৩০০ তুলেছে। Photo Courtesy: BCCI/X
বাংলা খবর/ছবি/খেলা/
৬ ম্যাচ জিতেও টেনশনে টিম ইন্ডিয়া, এই সমস্যা না মেটালে বিশ্বকাপে টেনশন বাড়বে রোহিতদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল