TRENDING:

IND W vs SA W Final : আজ বিশ্বকাপ ফাইনাল কোথায় দেখবেন? Sony Liv অ্যাপ না থাকলেও চিন্তা নেই, ম্যাচ দেখবেন একদম ফ্রি-তে

Last Updated:
IND W vs SA W Final : বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলতে নেমেছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।
advertisement
1/6
আজ বিশ্বকাপ ফাইনাল কোথায় দেখবেন? Sony Liv অ্যাপ না থাকলেও চিন্তা নেই
মেয়েদের বিশ্বকাপ ফাইনাল আজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়িয়েছে ভারতীয় দল। আর মাত্র একটা ম্যাচ। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই বিশ্বচ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের দল।
advertisement
2/6
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলতে নেমেছিল। ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। আজ সেই ম্যাচ কোথায় দেখবেন জেনে নিন।
advertisement
3/6
সেমিফাইনালে জেমাইমা রডরিগেজ ও হরমনপ্রীত কৌরের লড়াইয়ের সৌজন্য শক্তিশালী অজিদের হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচের পর গোটা দেশ ভারতের মহিলা দলকে নিয়ে স্বপ্ন দেখছে। আজ বিশ্ব ক্রিকেট নতুন চ্যাম্পিয়ন পাবে। কারণ ভারত ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মহিলাদের বিশ্বকাপে কখনও চ্যাম্পিয়ন হয়নি।
advertisement
4/6
প্রথম সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্ব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বদনাম, তারা নাকি চোকার্স। বড় মঞ্চে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে। আজ তারা কী করবে সেটাই এখন দেখার।
advertisement
5/6
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচ হবে। ভারতীয় সময় বেলা তিনটে থেকে ম্যাচ। আড়াইটের সময় টস। ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে তৃতীয়বার মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ২০০৫ এবং ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারতীয় দল। তবে ট্রফি জয় হয়নি। দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠল।
advertisement
6/6
বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখা যাবে। এছাড়া সমর্থকরা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। একেবারে বিনামূল্যে।
বাংলা খবর/ছবি/খেলা/
IND W vs SA W Final : আজ বিশ্বকাপ ফাইনাল কোথায় দেখবেন? Sony Liv অ্যাপ না থাকলেও চিন্তা নেই, ম্যাচ দেখবেন একদম ফ্রি-তে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল