TRENDING:

অনবদ্য শেফালি-স্মৃতি-দীপ্তি-রিচা! 'চার মূর্তিতে' ভর করে ২৯৮ করল ভারত, বিশ্বকাপ জিততে দরকার ১০টি ভালো ডেলিভারি

Last Updated:
IND vs SA ICC Women s World Cup 2025 Final: ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মার অনবদ্য ব্যাটিং, মাঝে দীপ্তি শর্মার লড়াকু ইনিংস, শেষে রিচা ঘোষের মারকাটারি ব্যাটিং। চার তারকার সৌজন্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত।
advertisement
1/5
অনবদ্য শেফালি-স্মৃতি-দীপ্তি-রিচা! 'চার মূর্তিতে' ভর করে ২৯৮ করল ভারত
ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মার অনবদ্য ব্যাটিং, মাঝে দীপ্তি শর্মার লড়াকু ইনিংস, শেষে রিচা ঘোষের মারকাটারি ব্যাটিং। চার তারকার সৌজন্য বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত।
advertisement
2/5
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ভারতকে দুরন্ত শুরু দেন স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মা। ১০৪ রানের পার্টনারশিপ করেন তারা। ৪৫ রান করে আউট হন স্মৃতি।
advertisement
3/5
জুটি ভাঙলেও নিজের ইনিংস চালিয়ে যান শেফাবি ভার্মা। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন। জেমাইমা রড্রিগেজের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন শেফালি।
advertisement
4/5
এরপর এক দিক থেকে নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় ভারতীয় দল। জেমাইমা ২৪, হরমনপ্রীত ২০, অমনজ্যোৎ ১২ রানে আউট হন। যেই কারণে রানের গতি কিছুটা কমে ভারতের। তবে লড়াকু ইনিংস খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন দীপ্তি। শেষ বলে ৫৮ রানে রানআউট হন দীপ্তি।
advertisement
5/5
শেষের দিকে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং করেন রিচা ঘোষ। ২৪ বসে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। যার সুবাদে ৩০০ রানের দোরগোড়ায় পৌছে যায় ভারত। মাঝের দিকে রানের গতি না কমলে আরও ২০ রান বেশি হতে পারত।
বাংলা খবর/ছবি/খেলা/
অনবদ্য শেফালি-স্মৃতি-দীপ্তি-রিচা! 'চার মূর্তিতে' ভর করে ২৯৮ করল ভারত, বিশ্বকাপ জিততে দরকার ১০টি ভালো ডেলিভারি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল