TRENDING:

IND vs SA: ঝাঁকে ঝাঁকে উড়ছে উড়ন্ত পিঁপড়ে, মেটিংয়ের মরশুমে চোখ বাঁচাতে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা

Last Updated:
Flying Ant: কিন্তু কেন উড়ছিল এত এত পোকা, আধ ঘণ্টার বেশি রইল ম্যাচ বন্ধ৷
advertisement
1/5
ঝাঁকে উড়ছে উড়ন্ত পিঁপড়ে,মেটিংয়ের মরশুমে চোখ বাঁচাতে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে সে কী হুজ্জুত, সে কী কাণ্ড৷  ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে যখন প্রোটিয়া বাহিনীদের ব্যাটিং চলছিল ঠিক তখনই শয়ে শয়ে উড়ন্ত পিঁপড়ের হানা হয় স্টেডিয়ামে৷
advertisement
2/5
এদিন দ্বিতীয় ইনিংসে ম্যাচের প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ ছিল৷ স্থানীয় সময় ৭টা ৪০ এ ফের খেলা শুরু হয়৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে ঢুকেছিল সাপ, আর এদিন ফ্লাইং অ্যান্টের জন্য বহুক্ষণ খেলা বন্ধ ছিল৷ তবে এই দেরির জন্য ম্যাচে কোনও ওভার কাটা যায়নি৷
advertisement
3/5
হঠাৎ কেন এই পিঁপড়ে হানা?পান্ডিয়া নতুন ওভারে বল করতে যাওয়ার সময়েই হঠাৎই সব ক্রিকেটাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান৷ কারণ শয়ে শয়ে উড়ন্ত পোকা যদি প্লেয়ারদের চোখে ঢুকে যেত তাহলে তা বড় ক্ষতির কারণ হতে পারত , তাই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়৷
advertisement
4/5
স্থানীয় সূত্রে খবর, বৃষ্টি থামার দিন তিন -চার দিন পরে এইভাবে ফ্লাইং অ্যান্টরা ঝাঁকে ঝাঁকে উড়তে শুরু করে৷ এই সময়ে তাঁরা পার্টনারের খোঁজে থাকে৷ এই পর্বে মেটিং করে বংশ বিস্তার শুরু করে৷ এই উড়ানকে নুপিটাল ফ্লাইটও বলে৷ ভার্জিন কুইন বি-রা পুরুষ পার্টনার খোঁজে উড়ানের সময়৷ উষ্ণ, আর্দ্র, হাওয়াপ্রবণ দিনে এই ধরণের মেটিংয়ের জন্য আদর্শ মানা হয়৷
advertisement
5/5
এদিকে এদিন প্রথমে ব্যাট করে  ভারত ২১৯/৬ রান করে। তরুণ ব্যাটার তিলক ভার্মা, যিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমে, মাত্র ৫১ বলে তাঁর প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। অন্ধ্র ব্যাটসম্যান ৭টি ছক্কা ও ৮টি বাউন্ডারির ​​সাহায্যে ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন, যেখানে অভিষেক শর্মা ২৫ বলে ৫০ রান করেন। Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs SA: ঝাঁকে ঝাঁকে উড়ছে উড়ন্ত পিঁপড়ে, মেটিংয়ের মরশুমে চোখ বাঁচাতে মাঠ ছাড়লেন ক্রিকেটাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল