IND vs SA: ১৫ বছর পর ফিরল সেই লজ্জার দিন! রয়েছে কাকতালীয় মিলও, গম্ভীরের দলকে নিয়ে উঠছে প্রশ্ন!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং ভরাডুবি অব্যাহত। যে উইকেটে প্রথম ইনিংসে ৪৮৯ রান করল প্রোটিয়ারা, সেই উইকেটেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২০১ রানে।
advertisement
1/5

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটিং ভরাডুবি অব্যাহত। যে উইকেটে প্রথম ইনিংসে ৪৮৯ রান করল প্রোটিয়ারা, সেই উইকেটেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২০১ রানে।
advertisement
2/5
ঘরের মাঠে ফলো অন হয় ভারতীয় দল। যদিও ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টেম্বা বাভুমার দল। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২৬ রান। লিড ৩১৪ রানের।
advertisement
3/5
দক্ষিণ আফ্রিকা ফলো অন না করালেও লজ্জার নজির গড়ল ভারতীয় দল। রের মাঠে ভারত শেষবার ফলো-অন খেয়েছিল প্রায় ১৫ বছর আগে।
advertisement
4/5
সেটিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নাগপুরে সেই ম্যাচে হাশিম আমলার ২৫৩ ও জ্যাক ক্যালিসের ১৭৩ রানের দৌলতে প্রোটিয়ারা বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল, আর ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে ভারত ব্যাটে–বলে ব্যর্থ হয়েছিল।
advertisement
5/5
তবে ফলো-অন খাওয়ার পর ভারতের ঘুড়ে দাঁড়িয়ে ম্যাচ জেতার রেকর্ডও রয়েছে। ২০০১ সালের ইডেন টেস্ট এখনও সকলের মণিকোঠায় রয়েছে। সেই পুনরাবৃত্তি গুয়াহাটিতে দেখা যায় কিনা, সেটাই দেখার।