১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড় হয়েছিল। কিন্তু আজ অর্থাৎ ২৪ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দাপুটে স্টাইল ও গম্ভীর কণ্ঠের জন্য ধর্মেন্দ্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি অনেক সুপারহিট সিনেমা করেছেন, যেগুলো দেখে আজও মানুষের মন ভরে যায়— বিশেষ করে শোলে, প্রতিজ্ঞা, ধরমবীর ইত্যাদি। সংলাপ বলার দক্ষতায় তিনি প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দিতেন।
advertisement
এই মুহূর্তে আমরা ধর্মেন্দ্রকে ঘিরে একটি অনন্য ঘটনার কথা বলতে চলেছি। আসলে, ধর্মেন্দ্রর সঙ্গে ক্রিকেট দুনিয়ার একটি বিশেষ সম্পর্ক ছিল। তিনি এক ভারতীয় ক্রিকেটারকে নিজের ছেলের মতো স্নেহ করতেন।
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওলের ক্রিকেটের প্রতি বিশেষ টান ছিল। তিনি এই ক্রিকেটারকে নিজের ছেলের মতো মনে করতেন। সেই ক্রিকেটার ‘ক্রিকেটের ভগবান’ বলে পরিচিত সচিন তেন্ডুলকার। ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে সচিন তেন্ডুলকারকে নিজের ছেলে বলে উল্লেখ করেছিলেন।
ধর্মেন্দ্র এবং সচিন তেন্ডুলকার একবার ফ্লাইটে একসঙ্গে ট্র্যাভেল করেছিলেন। ওই সাক্ষাতের ছবি ধর্মেন্দ্র দেওল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, “দেশের গর্ব… ফ্লাইটে হঠাৎ দেখা হয়ে গেল… সচিন সবসময়ই আমার স্নেহের ছেলে হয়ে থেকেছে… দীর্ঘায়ু হও সচিন… অনেক ভালবাসা।”
আরও পড়ুন- শ্রেয়স-প্রীতি জিন্টার এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া! মালকিনের সঙ্গে তারকা ক্রিকেটার
উল্লেখ্য, সচিন ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি ক্রিকেট জগতে যা দিয়ে গেছেন, তা হয়তো আর কেউ কখনও করতে পারবে না। সচিন সমগ্র ক্রিকেট বিশ্বের একমাত্র খেলোয়াড়, যিনি ১০০টি আন্তর্জাতিক শতকের নজির গড়েছেন। দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবন শেষে ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩৪,০০০-এরও বেশি রান করেছেন।
