IND vs NZ: কে থাকছে দলে আর কে পড়ছে বাদ? মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে বড় বদল! কেমন হবে একাদশ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 3rd ODI: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার, ১৮ জানুয়ারি মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ হারের পর ভারতীয় দলের প্রথম একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার, ১৮ জানুয়ারি মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ইনদওরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি সিরিজ নির্নায়ক। দ্বিতীয় ম্যাচ হারের পর ভারতীয় দলের প্রথম একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/6
সবচেয়ে বড় পরিবর্তনটি হতে পারে সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশের বাইরে রাখা। চলতি সিরিজে এখন পর্যন্ত দুই ম্যাচে তিনি কোনো উইকেট নিতে পারেননি এবং ব্যাট হাতেও রাজকোটে ছিলেন ব্যর্থ। সব মিলিয়ে মেন ইন ব্লু-এর হয়ে খেলা তার শেষ পাঁচটি ওয়ানডেতে মাত্র একটি উইকেট পাওয়ায় জাদেজার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। এর জেরে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
advertisement
3/6
জাদেজার সম্ভাব্য বিকল্প হিসেবে দলে ঢুকতে পারেন দিল্লির তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনি। ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে ১২ জানুয়ারি জাতীয় দলে ডাক পাওয়া এই ব্যাটিং অলরাউন্ডার প্রয়োজনে স্পিন বোলিংয়েও অবদান রাখতে সক্ষম। ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার হিসেবে তিনি সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের ষষ্ঠ বোলিং অপশন হতে পারেন।
advertisement
4/6
এছাড়া বোলিং আক্রমণে আরেকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিং ইনদওরে একাদশে সুযোগ পেতে পারেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া সত্ত্বেও প্রথম দুই ম্যাচে তাকে খেলানো হয়নি। প্রসিধ কৃষ্ণা উইকেট পেলেও রান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
5/6
অন্যদিকে, ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রোহিত শর্মা, অধিনায়ক শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। নিতীশ কুমার রেড্ডি আরও একটি সুযোগ পেতে পারেন এবং শেষ ম্যাচে অনেক রান দিলেও কুলদীপ যাদবের জায়গা একাদশে নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
advertisement
6/6
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, আয়ুষ বাদোনি, কেএল রাহুল (উইকেটকিপার), নিতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।