India vs England: ইংল্যান্ডে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ জসপ্রীত বুমরাহের, সকলকে ছাপিয়ে যাবেন বুমবুম!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG Jasprit Bumrah Chance To Create An Unique World Record: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যে সকল ক্রিকেটাররা ভারতের ম্যাচ উইনার হতে পারে তাদের মধ্যে অন্যতম হলেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ তার সামনে।
advertisement
1/7

আর কিছু দিনের অপেক্ষা। তারপরই ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড বহুল প্রতীক্ষীত ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে ভারতীয় দল। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে কেমন পারফর্ম করে টিম ইন্ডিয়া সেদিকেও নজর রয়েছে সকলের।
advertisement
2/7
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যে সকল ক্রিকেটাররা ভারতের ম্যাচ উইনার হতে পারে তাদের মধ্যে অন্যতম হলেন জসপ্রীত বুমরাহ। বর্তমানে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের গতিমান পেসার জসপ্রীত বুমরাহ। গত বছর আইসিসি-র সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন তিনি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে আরও একটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে আছেন বুমরাহ।
advertisement
3/7
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে ভারতীয় দল। এই সিরিজে বুমরাহর সামনে রয়েছে ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৫০টি উইকেট নেওয়ার সুযোগ। এখন পর্যন্ত তিনি সেখানে আটটি টেস্টে ৩৭টি উইকেট নিয়েছেন। তাই মাইলফলক ছোঁয়ার জন্য দরকার মাত্র ১৩টি উইকেট।
advertisement
4/7
এই রেকর্ডে এখনও পর্যন্ত সবার ওপরে রয়েছেন ইশান্ত শর্মা, যিনি ইংল্যান্ডে ১৪টি টেস্টে ৪৮টি উইকেট নিয়েছেন। তবে বর্তমানে তিনি ভারতের টেস্ট দলে জায়গা হারিয়েছেন, তাই তাঁর রেকর্ডে নতুন সংযোজনের সম্ভাবনা প্রায় নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব, যিনি ১৩ ম্যাচে নিয়েছেন ৪৩টি উইকেট।
advertisement
5/7
বুমরাহ এই সিরিজে ভালো ছন্দে থাকলে তালিকায় তৃতীয় স্থান থেকে সরাসরি উঠে আসতে পারেন এক নম্বরে। সেক্ষেত্রে তিনি ছাড়িয়ে যাবেন কপিল ও ইশান্ত—দু’জনকেই। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহর এই সম্ভাব্য কীর্তি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশাবাদী করে তুলেছে।
advertisement
6/7
তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—পাঁচটি ম্যাচে কি আদৌ বুমরাহকে পাওয়া যাবে? ইনজুরি কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছেন তিনি। তাই তাঁর ফিটনেস ও workload মেনেজমেন্টের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
7/7
ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, সিরিজের পরিস্থিতি এবং দলের প্রয়োজন বুঝে বুমরাহর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে তিনি কোন তিনটি টেস্টে খেলবেন। ফলে রেকর্ডের পথে তাঁর সুযোগ সীমিত হলেও, সম্ভাবনা কিন্তু এখনও উজ্জ্বল।