TRENDING:

পর্দার আড়ালে থাকা নায়ক! কোচ অমল মজুমদারের একটি সিদ্ধান্ত, বদলে দেয় জেমাইমা ও ভারতের ভাগ্য

Last Updated:

Ind vs Aus ICC Women s World Cup semi final: ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করেছে। ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করেছে। ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া, যা এখন পর্যন্ত মহিলা বিশ্বকাপ ও ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানচেজ। এই ঐতিহাসিক জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন জেমাইমা রড্রিগেজ। যিনি ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন।
News18
News18
advertisement

ম্যাচের আগে কেউই ভাবেনি, জেমাইমা তিন নম্বরে ব্যাট করতে নামবেন। অবাক করা বিষয় হলো, ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিট আগে কোচ অমোল মুজুমদার সিদ্ধান্ত নেন তাকে সেই গুরুত্বপূর্ণ স্থানে পাঠানোর। জেমাইমা নিজেও জানতেন না এই পরিবর্তনের কথা। ফ্রেশ হওয়ার পর ওয়াশরুম থেকে বেরোতেই তাকে জানানো হয় যে তিনি তিন নম্বরে নামবেন। তখন তিনি মনস্থির করেন, “আজ ভারতের জন্য খেলব, নিজের জন্য নয়।”

advertisement

ম্যাচের পর জেমাইমা আবেগঘনভাবে বলেন, “আজকের ইনিংস আমার পঞ্চাশ বা শতরানের জন্য ছিল না, আজ ছিল ভারতকে জেতানোর দিন।” গত বছর বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার কষ্ট এখনও তার মনে তাজা। তিনি জানান, “আমি ভালো ফর্মে ছিলাম, তবুও বাদ পড়েছিলাম। মানসিকভাবে কঠিন সময় গেছে, প্রায় প্রতিদিন কেঁদেছি।”

জেমাইমা আরও বলেন, “আমি জানতাম আমাকে প্রমাণ করতে হবে। ঈশ্বর সব সামলে নিয়েছেন। আমি শুধু শান্ত থাকার চেষ্টা করছিলাম, ভরসা রেখেছিলাম যে ঈশ্বর আমার হয়ে লড়বেন।” কোচ অমল মজুমদারের শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল ও এতদিন ধরে দলের হয়ে যে পরিশ্রম করেছেন তিনি, তাঁরও প্রশংসা করেছেন ও ধন্যবাদ জানিয়েছেন জেমাইমা।

advertisement

আরও পড়ুনঃ সেমিফাইনাল জিতে এমন বিশ্বরেকর্ড গড়ল ভারতের মেয়েরা, যা ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও পারেনি

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

অধিনায়ক হরমনপ্রীত কউরও কোচ অমল মজুমদারের ভূয়সী প্রশংসা করেন। গ্রুপ পর্বে পরপর ৩টি ম্যাচ হারার পর অমল মজুমদার যেভাবে গোটা দলকে ড্রেসিং রুমে পেপ টক দিয়েছিলেন সেই কথা জানান হরমনপ্রীত। বলেন,”সেই দিন কোচের কথা আমাদের সকলের আত্মবিশ্বাস বাড়িয়েছিল ও তারপর কী ঘটল তা সকলেই দেখলেন।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
পর্দার আড়ালে থাকা নায়ক! কোচ অমল মজুমদারের একটি সিদ্ধান্ত, বদলে দেয় জেমাইমা ও ভারতের ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল