IND vs ENG: জাদেজা ও সুন্দরের ঐতিহাসিক সেঞ্চুরি, ম্যাঞ্চেস্টারে ‘মাথানত’ করল ইংরেজরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ম্যাঞ্চেস্টারে কার্যত হারা ম্যাচ ড্র করে জয়ের মতই স্বস্তি পেয়েছে টিম ইন্ডিয়া। যে লড়াইটা চতুর্থ দিনে শুভমান গিল ও কেএল রাহুল শুরু করেছিল, সেই লড়াই পঞ্চম দিনে এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
advertisement
1/8

ম্যাঞ্চেস্টারে কার্যত হারা ম্যাচ ড্র করে জয়ের মতই স্বস্তি পেয়েছে টিম ইন্ডিয়া। যে লড়াইটা চতুর্থ দিনে শুভমান গিল ও কেএল রাহুল শুরু করেছিল, সেই লড়াই পঞ্চম দিনে এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
advertisement
2/8
ঐতিহাসিক ইনিংস ও পার্টনারশিপ গড়ে জাদেজা ও সুন্দর দেশকে বাঁচান বিপদের হাত থেকে। জাদেজা ও সুন্দরের লড়াই মনে করিয়ে দেয় অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে হনুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের লড়াইকে।
advertisement
3/8
শেষ দিনে রাহুল ৯০ ও গিল ১০৩ রানে আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ফের একবার ইনিংসে হারের আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচ ও দেশের মান বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নেন জাদেজা ও সুন্দর।
advertisement
4/8
পঞ্চম দিনে সবে নতুন বল নিয়েছে ইংল্যান্ড। সেই সময় দুই অলরাউন্ডারের ক্রিজে পড়ে থাকা মোটেই সহজ ছিল না। কিন্তু জাদেজা ও সুন্দর যে হিমশীতল মানসিকতার পরিচয় দেখান তা সত্যিই অনবদ্য।
advertisement
5/8
ঠান্ডা মাথায় ব্যাট করে জাদেজা ও সুন্দর জুটি প্রথমে শতরানের পার্টনারশিপ পূরণ করেন ও ভারতকে দ্বিতীয় ইনিংসে লিডে নিয়ে যান। উইকেট বাঁচানোর পাশাপাশি কঠিন পিচে বেশ কিছু চোখ ধাঁধানো শটও উপহার দেন দুই তারকা।
advertisement
6/8
ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ দিনে চা বিরতির আগেই দুজন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৩২২ রানে ৪ উইকেট। সুন্দর ৫৭ ও জাদেজা ৫৩ রানে অপরাজিত থাকেন।
advertisement
7/8
চা বিরতির পর সেই ইনিংস এগিয়ে নিয়ে যান জাদেজা ও সুন্দর। রানের গতিবেগও কিছুটা বাড়ান। বিশেষ করে জাদেজা। ৯৫ থেকে ছয় মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন জাড্ডু। শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি।
advertisement
8/8
জাদেজার পর সেঞ্চুরি পূরণ করতে বেশি সময় নেননি ওয়াশিংটন সুন্দরও। ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সুন্দরের সেঞ্চুরি হতেই ম্যাচ ড্র হয়ে যায়। ২০৩ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন দুজনে।