IND vs ENG: বার কর্মীর সঙ্গে প্রেম, 'অন্য' খেলায় মেতে বিয়ের আগেই হয়েছেন বাবা, ভারত-ইংল্যান্ড সিরিজে এই তারকার 'কীর্তি' জানেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 2nd Test: এই প্রতিবেদনে এমন এক ক্রিকেটারের প্রেম কাহিনি তুলে ধরবে যিনি বার কর্মীর প্রেমে পড়ে বিয়ের আগেই হয়েছিলেন বাবা। পরে সেই মেয়েকেই বিয়ে করে এখন করছেন সুখী সংসার।
advertisement
1/6

ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজের মাঝে তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয়। এই প্রতিবেদনে এমন এক ক্রিকেটারের প্রেম কাহিনি তুলে ধরবে যিনি বার কর্মীর প্রেমে পড়ে বিয়ের আগেই হয়েছিলেন বাবা। পরে সেই মেয়েকেই বিয়ে করে এখন করছেন সুখী সংসার।
advertisement
2/6
ইংল্যান্ডের জন্ম জো রুটের স্ত্রী ক্যারি কটরেলের। সেখানেই ছোট বেলা, লেখা-পড়া ও বেড়ে ওঠা। ক্যারি কটরেলের প্রথম দর্শনেই বোল্ড হয়েছিলেন রুট। জো রুটের স্ত্রী ক্যারি কটরেল লিডসের হেডিংলিতে একটি বারে কর্মরতা ছিলেন। সেখানেই রুটের সঙ্গে আলাপ।
advertisement
3/6
জো রুট ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবে খেলার সময় ক্যারি কটরেলের সঙ্গে আলাপ হয়। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। ডেটিং করা শুরু করেন। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপের আগে জো রুট নিজের প্রেম নিবেদন করেছিলেন ক্যারি কটরেলকে। প্রোপজাল পেয়ে রাজি হয়ে যান ক্যারি।
advertisement
4/6
২০১৬ সালের প্রেম নিবেদনের পর আরও ২ বছর লিভিং করেন জোর রুট ও ক্যারি কটরেল। তাদের সম্পর্কের রসায়নও খবুই ভলো ছিল। বিয়ের আগেই ২০১৭ সালে জো রুট ও ক্যারির-র প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আলফ্রেড উইলিয়াম রুট।
advertisement
5/6
প্রথম বাচ্চা হওয়ার এক বছর পর রুট ও ক্যারি বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের পয়লা ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংরেজ অধিনায়ক। বিয়ের ২ বছর পর ২০২০ জুলাই মাসে জো রুট ও ক্যারি কটরেলের পরিবারে আসে দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বারও পুত্র সন্তানের বাবা হন রুট।
advertisement
6/6
ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই পরিবারকে সময় দেন জো রুট। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তারকা ব্যাটার। বর্তমানে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের।