TRENDING:

IND vs ENG: ভাল শুরুর করেও দিতে হল পরপর ভুল শটের খেসারত! লিডসে চাপে টিম ইন্ডিয়া

Last Updated:
IND vs ENG 1st Test: লিডসে প্রথম টেস্টের প্রথম সেশনে ব্য়াট করতে নেমে ভাল শুরু ভারতের। সৌজন্য কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। কিন্তু লাঞ্চের আগে ২ উইকেট হারাল ভারত।
advertisement
1/6
ভাল শুরুর করেও দিতে হল পরপর ভুল শটের খেসারত! লিডসে চাপে টিম ইন্ডিয়া
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস হারলেও কেরিয়ারের নতুন অধ্যায়ের শুরুটা ভালই হল শুভমান গিলের। লিডসে প্রথম টেস্টের প্রথম সেশনে ব্য়াট করতে নেমে ভাল শুরু ভারতের। সৌজন্য কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। কিন্তু লাঞ্চের আগে ২ উইকেট হারাল ভারত। (Photo-AP)
advertisement
2/6
হেডিংলের ফ্রেশ উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। নতুন বলে তরতাজা উইকেটের সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত স্টোকসের। তবে ব্রিটিশ অধিনায়কের যাবতীয় প্ল্যান ঘেটে দিলেন ভারতের দুই ওপেনার। (Photo-AP)
advertisement
3/6
কেএল রাহুল এমনিতেই ভাল ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়া সফরেও নজর কেড়েছিলেন তিনি। ইংল্যান্ডও শুরুটা ভালই করলেন রাহুল। অপরদিকে, সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও জাতীয় দলের হয়ে ছন্দেই পাওয়া গেল যশস্বীকে। (Photo-AP)
advertisement
4/6
ক্রিস ওকস ও ব্রাইডন কার্সের ওপেনিং স্পেলটা ভালই সামলে দেন দুই ওপেনার। ঠান্ডা মাথায় ব্যাট করে উইকেটে থিতু হয়ে যান রাহুল ও যশস্বী। সেট হতেই নিজেদের ট্রেডমার্ক শট খেলেন দুজনেই। (Photo-AP)
advertisement
5/6
নতুন বল সামলে দিয়ে অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুই তারকা ব্যাটার। সময় যত এগিয়েছে রানের গতিবেগও বাড়িয়েছেন রাহুল ও যশস্বী। একটা সময় যখন মনে হচ্ছিল ওপেনিং জুটিতে বড় স্কোরের পথে এগোচ্ছে ভারত, তখনই ছন্দ পতন। (Photo-AP)
advertisement
6/6
৯১ রানের পার্টনারশিপ করার পর ব্রাইডন কার্সেরে একটি বাইরের বল ড্রাইভ মারতে গিয়ে স্লিপে ক্যাচ আউট হন কেএল রাহুল। ৪২ রান করেন তিনি। এরপর সাই সুদর্শন এসে খাতা না খুলেই সাজঘরে ফেরেন। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৯২ রানে ২ উইকেট। (Photo-AP)
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: ভাল শুরুর করেও দিতে হল পরপর ভুল শটের খেসারত! লিডসে চাপে টিম ইন্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল