IND vs AUS: সিরিজের বাকি ৩ টেস্টে খেলতে পারবেন তো বুমরাহ? তারকা পেসারের চোট নিয়ে বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS Big Update On Team India Speed Star Jasprit Bumrah Injury: অ্যাডিলেডে ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় বোলিং করার সময় হঠাৎই মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে।
advertisement
1/5

অ্যাডিলেডে ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় বোলিং করার সময় হঠাৎই মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে।
advertisement
2/5
পায়ের পেশি হাত দিয়ে চেপে ধরে থাকতে দেখা যায় বুমরাহকে। বুমরাকে পড়ে থাকতে দেখে ছুটে যান রোহিত, বিরাট কোহলিরা। মাঠে এসে চিকিৎসা করেন ফিজিও।
advertisement
3/5
বুমরাহের চোট দেখে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয় ভারতীয় ফ্যানেদের। কারণ তারকা পেসারকে খুবই যন্ত্রণয়া মনে হচ্ছিল। বুমরাহের চোট নিয়ে পরে মুখ খোলেন বোলিং কোচ মর্নি মর্কেল।
advertisement
4/5
মর্নি মর্কেল জানিয়েছেন, বুমরার পায়ের পেশিতে টান ধরেছিল। চোট তেমন গুরুতর নয়। বুমরা এই টেস্টে আবার বল করতে পারবেন। চোটের পর মোট ২.৩ ওভার বোলিং করেছেন বুমরাহ।
advertisement
5/5
তবে যেহেতু জসপ্রীত বুমরাহ মাঝে দীর্ঘ দিন চোটের কারণে মাঠের বাইরে ছিল তাই কিছুটা চিন্তায় ছিল ভারতীয় ফ্যানরা। তৃতীয় টেস্টের এখনও বেশ কিছু দিন বাকি। ততদিনে বুমরাহ আরও তরতাজা হয়ে উঠবেন।